সকাল থেকেই অঝোরে বৃষ্টি, ব্যাহত জলপাইগুড়ির স্বাভাবিক জনজীবন। তিস্তার সুরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত।
সকাল থেকেই চলছে বৃষ্টি, ইতিমধ্যেই শহরের বেশ কিছু ওয়ার্ডের রাস্তা দিয়ে এপার ওপার হচ্ছে নর্দমার জল।সকালের বৃষ্টিতে নাজেহাল অবস্থা খুদে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের।উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গিয়েছে, গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমান ৫০দশমিক ২ মিলিমিটার। অন্যদিকে গত ৭২ ঘন্টায় জলপাইগুড়িতে ৮৯.১ মিলিমিটার বর্ষণ হয়েছে। জেলাতে এমাসের এক তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছিল। এই মূহুর্তে ৪ তারিখ অবদি জারি করা আছে কমলা সতর্কতা।তবে অবিরাম বৃষ্টিতে পুজোর আগে ব্যাবসায়ী দের কপালেও চিন্তার ভাঁজ।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রাস্তা! নাজেহাল মানুষ! শীঘ্রই সারানোর দাবি
অপরদিকে আবহাওয়া দপ্তর সূত্রের পাওয়া খবরে জানা যায়, জলপাইগুড়ি সহ উত্তর পূর্ব ভারত জুড়েই চলবে বৃষ্টি।অপরদিকে শুক্রবার জলপাইগুড়ির তিস্তা নদীর সুরক্ষিত এলাকায় হলুদ এবং অসুরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে বলে বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গিয়েছে।
এককথায়, টানা বৃষ্টির জেরে নাজেহাল জলপাইগুড়ির জনজীবন।
গীতশ্রী মুখার্জি





