মেটেলি ব্লকের দক্ষিন ধূপঝোড়ার হলদিয়া পাড়া এলাকায় প্রায় ১০ বিঘা জমিতে বেগুন চাষ করা হয়। কিন্তু পোকার উপদ্রবে ক্রমেই নষ্ট হচ্ছে বেগুন। একই শিলা বৃষ্টিতে বেগুনের ক্ষতি হয়েছে এবার, কিছুদিন ধরে দেখা যাচ্ছে বেগুনে পোকার সংক্রমণ। ক্ষেত থেকে বেগুন তুললেও পোকা দেখা যাচ্ছে বেগুনে ফলে পোকা বেগুন নিতে অনীহা দেখাচ্ছে পাইকাররা।
advertisement
আরও পড়ুন: দুয়ারে কালো ঘোড়া! অভাব কাটিয়ে ভাগ্য ফেরাতে চান? তাহলে বাড়িতে ডাকুন এই কালো ঘোড়া! জানুন
ব্যাঙ্ক সহ ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নিয়ে লাভের আশায় বেগুন চাষ করেছেন বেশিরভাগ চাষীই। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি লাভ তো দূরের কথা ঋণের টাকা কীভাবে মেটাবেন সেটা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তাঁরা। এমনিতেই মেটেলি ব্লকের এই এলাকার চাষের জমিতে বন্য জন্তুর অবাধ প্রবেশ। বন্য হাতির দাপটে নষ্ট হয় ফসল।। নানান প্রতিকূলতার মধ্যে চাষবাস করে দিন গুজরান হয় এই এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: ঘরে শুয়ে গৃহবধূ, টিনের চাল থেকে উঁকি মারছে কে? আঁতকে উঠবেন পুরোটা শুনলে
একদিকে শিলাবৃষ্টি অন্যদিকে পোকার আক্রমণ এই দুইয়ে দিশেহারা কৃষকরা। সুরাহা পেতে সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন চাষীরা। মেটেলি ব্লক কৃষি বিভাগের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সুরজিৎ দে