Jalpaiguri News: ঘরে শুয়ে গৃহবধূ, টিনের চাল থেকে উঁকি মারছে কে? আঁতকে উঠবেন পুরোটা শুনলে

Last Updated:

Jalpaiguri News: ঘরের ভেতর নিশ্চিন্তে শুয়ে ছিলেন গৃহবধূ। আচমকাই ঘরের টিনের চাল থেকে কিছু উঁকি দিচ্ছে বলে মনে হয় তাঁর।

কে ছিল ঘরের চালে
কে ছিল ঘরের চালে
জলপাইগুড়ি: ঘরের ভেতর নিশ্চিন্তে শুয়ে ছিলেন গৃহবধূ। আচমকাই ঘরের টিনের চাল থেকে কিছু উঁকি দিচ্ছে বলে মনে হয় তাঁর। স্বাভাবিকভাবেই ভয়ে আঁতকে ওঠেন। পরে ঘরের চাল থেকে উদ্ধার হয়সাড়ে ৪ ফুট লম্বা অজগর উদ্ধার।
শোওয়ার ঘরের টিনের চাল থেকে প্রথমে শুধু ঝুলে থাকা লেজটুকুই দেখতে পেয়েছিলেন মালা টোপ্পো নামে মালবাজার মহকুমার নাগরাকাটার স্কুল পাড়ার এক মহিলা। এরপরই ফোঁসফোঁস শব্দ শুনে তিনি বুঝতে পারেন সেটি একটি সাপ।
advertisement
ঘটনায় ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। খবর পেয়ে নাগরাকাটার সর্পপ্রেমী যুবক সৈয়দ নইম বাবুন ঘটনাস্থলে গিয়ে অনেক্ষনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুন-  রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে
জানা গিয়েছে, সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। পরে অজগরটিকে বন দফতরের হাতে তুলে দেন বাবুন।
বন দফতরের খুনিয়া বন্য প্রাণ শাখার রেঞ্জার সজল দে বলেন, আমাদের খবর আসতে ততক্ষন পৌছে গিয়েছি উন্ধার করে ‘অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।‘
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ঘরে শুয়ে গৃহবধূ, টিনের চাল থেকে উঁকি মারছে কে? আঁতকে উঠবেন পুরোটা শুনলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement