Viral News :দুয়ারে কালো ঘোড়া! অভাব কাটিয়ে ভাগ্য ফেরাতে চান? তাহলে বাড়িতে ডাকুন এই কালো ঘোড়া! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Viral News: আর চিন্তা নেই এবার বদলে যাবে ভাগ্য! টাকাই টাকা! শুধু একবার ডাকতে হবে এই ভাইরাল কালো ঘোড়াকে। জানুন
রায়গঞ্জ:দুয়ারে দুয়ারে এবার ভাগ্য পরিবর্তন করতে এলো কালো ঘোড়া!
আপনি কি জানেন ঘর-পরিবারে বিভিন্ন সমস্যা দূর করতে প্রাচীন কাল থেকেই ঘোড়ার নালের ব্যবহার হয়ে আসছে । জ্যোতিষ মত অনুযায়ী, ঘোড়ার নাল ব্যবহার করে বহু ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়েছে। বাড়িতে ঘোড়ার নাল রাখলে নাকি ঘর ধন-ধান্যে ভরে থাকে। প্রচলিত আছে যে বাড়িতে ঘোড়ার নাল থাকে সেখানে নাকি কখনও অন্নাভাব হয় না। ঘোড়ার নাল থাকলে হাতে কী কী লাভ হতে পারে এবং কী ভাবে গ্রহ দোষ থেকে মুক্তি পেতে পারেন তা প্রচার করতে এবার সুদূর হুগলির আরামবাগ থেকে ঘোড়ার এক্কা গাড়ি নিয়ে ছুটছেন এক যুবক।
advertisement
কালো ঘোড়ার এক্কা গাড়ি সমেত ঘোড়ার নাল বিক্রি করতে ছুটে বেড়াচ্ছেন গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন হুগলির আরামবাগের বাসিন্দা জাহির হোসেন খান। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে ঘোড়ার গাড়ি নিয়ে ঘোড়ার নাল বিক্রি করতে দেখা গেল ওই যুবক কে। হুগলির আরামবাগ থেকে আসা ঘোরার সারথি জাহির হোসেন খান জানান ঘোড়ার নাল ও নালের আংটি বিক্রি করে গত ১১ বছর ধরে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন।
advertisement
advertisement
তিনি জানান ঘোড়ার নালের আংটি বিক্রির পাশাপাশি ঘোড়ার মাধ্যমে অনেক সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ঘোড়ার পিঠে চড়ে একদিকে যেমন তিনি ঘুরান অন্যদিকে তেমনি অনেক বিয়ে বাড়িতেও ঘোড়ার গাড়ি ভাড়া দেন। ঘোড়ার সারথি জহির হোসেন জানান অস্বাভাবিকভাবে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো দুষ্কর হয়ে ওঠে তাই ঘোড়াকে ঘাস ও ছোলা খাইয়ে ঘোড়া নিয়ে তিনি বেরিয়ে পড়েন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ।
advertisement
যেহেতু ঘোড়ার নিয়ে বিভিন্ন জায়গায় যান তাই মানুষের মধ্যে বিশ্বাস বেড়েছে তার উপর। তাই ঘোড়ার নাল এর বিক্রিও বেড়েছে প্রচুর মানুষ এর থেকে উপকার পায়। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যদি এর থেকে উপকার পায় তাহলে আমি তাদের কাছ থেকে আশীর্বাদ পাব এর চেয়ে আর বড় কি’। এদিন দেখা গেল কর্ণজোড়ায় মোটর কালিবাড়ির সামনে ঘোড়ার নাল বিক্রি করা এই যুবকের গাড়িতে মানুষের ভিড় উপচে পড়ে। ঘোড়ার নাল কিনতে আসা জয়া বর্মন ও রঞ্জিত রায় জানান, গ্রহদোষ কাটানোর জন্য তারা এখান থেকে ঘোড়ার নাল নিচ্ছেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 5:28 PM IST