জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো শেষ ফলাফলে দেখা যায়, ধূপগুড়ি বিধানসভা আসনে তৃণমুল প্রার্থী অধ্যাপক নির্মল চান্দ্র রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,৩৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৯৭৮টি ভোট, জয়ী তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬৯৬১ টি ভোট। জয় পেতেই গণনা কেন্দ্রের বাইরে আকাশে উড়তে থাকে সবুজ আবীর। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
advertisement
তবে এদিন ধূপগুড়ির প্রত্যেকটা রাউন্ডেই বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে শাসকদল তৃণমূল। দিনের শুরুতেই পোস্টাল ব্যালটে এগিয়ে যায় বিজেপি। তারপরে প্রথম দুটি রাউন্ডেও এগিয়ে থাকে পদ্ম শিবির। কিন্তু তৃতীয় রাউন্ড থেকে ছবি বদলাতে শুরু করে। অল্প কিছু ব্যবধান বাড়ায় ঘাসফুল শিবির। তারপরে প্রত্যেকটি রাউন্ডেই ব্যবধান আরও বাড়তে থাকে।
আরও পড়ুন, ধূপগুড়িতে উড়ল সবুজ আবির! বিজেপির তাপসীকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের নির্মলের
আরও পড়ুন, BJP-র থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল TMC! চব্বিশের আগে উত্তরবঙ্গে পেল বাড়তি অক্সিজেন
মাঝে অবশ্য ব্যবধান কমিয়ে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু শেষে দেখা গেল তৃণমূল প্রার্থী প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে জিতে গিয়েছেন। প্রসঙ্গত, ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে মহাকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণাও তৃণমূলের ভোটব্যাঙ্ক বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করেছে।
সুরজিৎ দে