Dhupguri By Election Result: বিজেপি-র কাছ থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! চব্বিশের আগে উত্তরবঙ্গে পেল বাড়তি অক্সিজেন

Last Updated:

ত্রিমুখী লড়াইয়ে প্রথম থেকেই রাজবংশী ভোটে বিশেষ গুরুত্ব দিয়েছিল প্রত্যেক রাজনৈতিক দলই৷ যদিও এদিন শুরু থেকেই লড়াইয়ে তেমন ভাবে নামতেই পারেননি জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র৷ পঞ্চম রাউন্ডের শেষেই কার্যত বিদায় নিতে হয় তাঁকে৷

ধূপগুড়ি: ধূপগুড়িতে উড়ল সবুজ আবির! উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায়৷ ৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে পরাজিত করলেন তিনি৷ রাজবংশী অধ্যুষিত উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে কাঙ্ক্ষিত জয় পেয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে খানিক স্বস্তি তৃণমূল শিবিরে৷
জয়ের পরে এই উপ নির্বাচনে তৃণমূলের অন্যতম কাণ্ডারী শিলিগুড়ির মেয়র গৌতম দেব বললেন, ‘‘আমরা প্রত্যয়ের সঙ্গে কাজ করেছি৷ দিন যত এগিয়েছে ততই আমাদের ভোট বেড়েছে৷ দলীয় নেতৃত্ব যে হিসাব কষেছিলেন, সেইরকমই ফলাফল হয়েছে৷ চব্বিশেও দার্জিলিঙের সব লোকসভা আসনে আমরাই জিতব৷’’ ধূপগুড়ির জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেকেও৷
আরও পড়ুন: ১৫ দিনের মধ্যেই রাজ্যের সব গার্লস স্কুলে CCTV! যাদবপুর কাণ্ডের জের, নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের
দিনের শুরুটা অবশ্য ভালই ছিল বিজেপির৷ ব্যালট পেপারে হার হয়েছিল তৃণমূলের৷ তারপরে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে ছিল পদ্মশিবির৷ কিন্তু, তৃতীয় রাউন্ডের শেষে মাত্র ১০১ ভোটে হলেও তাদের চেয়ে এগিয়ে যায় শাসকদল৷ তারপরে পঞ্চম রাউন্ডে এসে খানিকটা ফেরার চেষ্টা করলেও, সপ্তম রাউন্ডের গণনার শেষে স্পষ্ট হয়ে যায় গোটা ছবিটা৷ তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের পক্ষেই ‘রায়’ দেন ধূপগুড়ির মানুষ৷
advertisement
advertisement
এখানে লড়াইয়ে ছিলেন তিন দলের তিন রায়। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় স্থানীয় লোকশিল্পী এবং অবশ্যই রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি৷ একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী মিতালি রায়কে টিকিট না দিয়ে স্থানীয় রাজবংশী অধ্যাপক নির্মলচন্দ্র রায়ের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূল নেতৃত্ব৷ অন্যদিকে, পুলওয়ামা কাণ্ডে নিহত সেনার স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছিল বিজেপি৷
advertisement
advertisement
ত্রিমুখী লড়াইয়ে প্রথম থেকেই রাজবংশী ভোটে বিশেষ গুরুত্ব দিয়েছিল প্রত্যেক রাজনৈতিক দলই৷ যদিও এদিন শুরু থেকেই লড়াইয়ে তেমন ভাবে নামতেই পারেননি জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র৷ পঞ্চম রাউন্ডের শেষেই কার্যত বিদায় নিতে হয় তাঁকে৷
আরও পড়ুন: ‘২৬ পর্যন্ত যেতে হবে না…’, চব্বিশেই কি একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট! জল্পনা উস্কে দিল শুভেন্দু অধিকারীর মন্তব্য
২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৪ হাজারের সামান্য বেশি এই আসনেই ভোটে জয়ী হয়েছিল সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।
advertisement
তেইশের পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে পদ্মকে টেক্কা দিয়েছিল ঘাসফুল। ধূপগুড়ি বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি। এই পঞ্চায়েত সমিতিতে ২৭টি আসন। তেইশের পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৯ এবং বিজেপি ৮টিতে জয় পেয়েছিল।
২০১৮-র লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তরবঙ্গে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে গেরুয়া শিবির৷ সংগঠনের নিরিখে উত্তরবঙ্গ বিজেপির অন্যতম জোরের জায়গা৷ কিন্তু, সেই কড়া ঠাঁই এবার ধীরে ধীরে ভাঙার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল৷ চব্বিশের নির্বাচনের আগে ধূপগুড়ির এই জয় যে সেই চেষ্টায় বাড়তি অক্সিজেন জোগাবে, এমনটা বলাই যায়৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Election Result: বিজেপি-র কাছ থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! চব্বিশের আগে উত্তরবঙ্গে পেল বাড়তি অক্সিজেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement