CCTV: ১৫ দিনের মধ্যেই রাজ্যের সব গার্লস স্কুলে CCTV! যাদবপুর কাণ্ডের জের, নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের

Last Updated:

এরপর ধীরে ধীরে রাজ্যজুড়ে বাকি গার্লস স্কুলগুলিতেও সিসিটিভি বসাতে চায় রাজ্য সরকার। গোটা প্রক্রিয়াটি ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলাতেই স্কুল চিহ্নিত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

কলকাতা: যাদবপুর কাণ্ডের পরে এবার বিশেষ তৎপরতা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। এবার গার্লস স্কুলে সিসিটিভি বসাতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য। ছাত্রীদের নিরাপত্তায় ইতিমধ্যেই একশোরও বেশি গার্লস স্কুলে শুরু হয়ে সিসি ক্যামেরা বসানোর কাজ৷ আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্যের৷
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্বিবদ্যালয়ের মেইন হস্টেলের বারান্দা থেকে পড়ে যান বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র৷ পরের দিনই ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনে ছাত্রের পরিবার৷ ঘটনায় গ্রেফতার করা হয় যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র মিলিয়ে অন্তত ১২ জনকে৷ সম্প্রতি নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ছেলের মৃত্যুর বিচার চান নিহত ছাত্রের বাবা-মা৷
advertisement
এমন পরিস্থিতিতে সরকারি স্কুলের ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল৷ এবার তাই ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার৷ প্রশাসন সূত্রের খবর, প্রথম পর্যায়ে রাজ্যজুড়ে মোট ১৫৯টি গার্লস স্কুলে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫৯ টি গার্লস স্কুলের পাশাপাশি ১৫১ টি গার্লস হস্টেলেও সিসিটিভি বসাচ্ছে রাজ্য।
advertisement
আরও পড়ুন: ‘২৬ পর্যন্ত যেতে হবে না…’, চব্বিশেই কি একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট! জল্পনা উস্কে দিল শুভেন্দু অধিকারীর মন্তব্য
এরপর ধীরে ধীরে রাজ্যজুড়ে বাকি গার্লস স্কুলগুলিতেও সিসিটিভি বসাতে চায় রাজ্য সরকার। গোটা প্রক্রিয়াটি ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলাতেই স্কুল চিহ্নিত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
advertisement
ছাত্রমৃত্যুর পরেই অবশ্য হস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করে গিয়েছে ইসরোর একটি দল৷ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পাসে বহিরাগতদের আগমন আটকাতে AI এবং অন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা৷ তাছাড়া, ঘটনার পর পরই ক্যাম্পাস জুড়ে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CCTV: ১৫ দিনের মধ্যেই রাজ্যের সব গার্লস স্কুলে CCTV! যাদবপুর কাণ্ডের জের, নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement