মামলা গ্রহণ করা হয় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দির কমিটির সম্পাদক এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের তলব করে মামলা শোনেন। গত রবিবার রাতে জল্পেশে যাওয়ার পথে পিকআপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন পুন্যার্থীর মৃত্যু হয়েছিল। মন্দিরে ঢোকার পথেও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকে।
advertisement
আরও পড়ুনঃ চারিদিকে নোংরা! এবার স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে ধূপগুড়ি
রায়ে আদালত বলেছে-
১) শ্রাবণ মাসের আগামী দুই রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবে না।
২) মন্দির প্রাঙ্গনে এসে বিশেষ ব্যাবস্থার মাধ্যমে জল ঢালবে।
৩) এই দুই দিন কোনোও রকম টিকিট বিক্রি করা যাবেনা।
৪) প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে কড়া নির্দেশ।
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় তৈরি স্কুবা ডাইভাররা, চলছে মহড়া
সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন এক ভক্ত জল্পেশ মন্দিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি মামলা করেছিলেন। তার মামলার শুনানিতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী দুই রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেনা। এই দুই দিন কোনোও টিকিট বিক্রি করা যাবেনা। এরজন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণকরতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Geetashree Mukherjee