Jalpaiguri: চারিদিকে নোংরা! এবার স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে ধূপগুড়ি

Last Updated:

অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে ধূপগুড়ি বাসীর।ডাম্পিং গ্রাউন্ডের জন্য পাঁচ একর জমির অনুমোদন পেল ধূপগুড়ি পুরসভা।

+
title=

#জলপাইগুড়ি : অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে ধূপগুড়ি বাসীর। ডাম্পিং গ্রাউন্ডের জন্য পাঁচ একর জমির অনুমোদন পেল ধূপগুড়ি পুরসভা। সরকারি নির্দেশিকা পুরসভাতে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে ধূপগুড়ি শহর জুড়ে। পুরসভা সূত্রে জানা গিয়েছে ধূপগুড়ি শহরের নোংরা আবর্জনা ফেলার জন্য নাগরাকাটার রেডব্যাঙ্ক চা বাগানে পাঁচ একর জমির অনুমোদন মিলেছে। ইতিমধ্যে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিমের যে টাকা রয়েছে সেই টাকা দিয়েই দ্রুত কাজ শুরু করতে চাইছে ধূপগুড়ি পুরসভা। প্রসঙ্গত ধূপগুড়ি শহরের দীর্ঘদিনের সমস্যা ডাম্পিং গ্রাউন্ডের। নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার ফলে সমস্যার মুখে পড়েছিল পুরসভা। ২০০৭ সালে তৎকালীন বাম পরিচালিত পুর বোর্ডের তরফে ১৬ নম্বর ওয়ার্ডে একটি জমি কিনে ছিল ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য। কিন্ত নোংরা আবর্জনা ফেলার কাজ শুরু হতেই আন্দোলন শুরু করেছিল এলাকার বাসিন্দারা।
এক প্রকার বাধ্য হয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করে দেয় পুরসভা। এরপর পুর বোর্ড বদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।পু রভোটে প্রস্তুতি দেওয়া হয়েছিল ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে।কিন্ত দীর্ঘদিন হয়ে গেলেও সমস্যা সমাধান হয়নি।
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় তৈরি স্কুবা ডাইভাররা, চলছে মহড়া
অভিষেক বন্দোপাধ্যায় এর কাছে পুরসভার তরফে ডাম্পিং গ্রাউন্ডের বিষয়টি তুলে ধরা হয়। অবশেষে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু ডাম্পিং গ্রাউন্ডের জমির অনুমোদনের নির্দেশিকা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধানের বিচন প্রস্তুত, জলের অভাবে রোপণ করতে পারছেন না চাষিরা
এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন আমাদের এটা একটা আনন্দের বিষয়। কতবড় প্রাপ্তি এটা বুঝিয়ে বলতে পারবো না। এটা একটা দীর্ঘদিনের সমস্যার সমাধান।বিভিন্ন জায়গায় এই বিষয়ে দরবার করা হয়েছিল। অবশেষে ধূপগুড়ি পুরসভার সেই দাবি পূরণ হল।সকলকে নিয়ে এর কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।
advertisement
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: চারিদিকে নোংরা! এবার স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে ধূপগুড়ি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement