তাই রাজনীতিকে আপাতত বিদায় জানিয়ে হস্তশিল্পকেই বেছে নিতে চলেছেন অনন্ত দেব অধিকারী৷ তাঁর হাতের তৈরি খেলনার বা ঘর সাজানোর হরিণ-গন্ডার পাড়ি দিচ্ছে ভিন্ন রাজ্যেও৷
আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
অনন্ত বাবু বলেন, আগে যখন আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তখন রাজনীতি এইরকম ছিল না৷ এখন রাজনীতি অনেক তফাৎ৷ তখন হিংসা- এবং লোভ সব ছিল না৷ সে সময় বিরোধীদের সঙ্গে আমরা একত্রিত হয়ে কাজ করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতিটা অন্যরকম হয়ে গিয়েছে৷ আর ভাল লাগে না রাজনীতি। আমার ভালোবাসা শিল্পকে বেছে নিয়েছি। এই শিল্প দিনে দিনে বিলুপ্ত পথে চলে যাচ্ছে৷ তাকে টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে শেখাতে হবে।
advertisement
অনন্ত অধিকারীর স্ত্রীও এক সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ তবে রাজনীতি থেকে তিনিও বিদায় নিয়েছেন৷ অভাবের কারণে এই পেশার সঙ্গে তিনিও যুক্ত হয়েছেন তার স্বামীর হাতে হাত লাগিয়ে কাজ করছেন। এই কাজে চাহিদা রয়েছে৷ ফলে শিল্পের কাজে চাপও বাড়ছে৷
সুরজিৎ দে