TRENDING:

Jalpaiguri News: বায়োটয়লেট চালু হলেও আবার বন্ধ, রাস্তার ধারেই শৌচক্রিয়া পথচলতি মানুষের

Last Updated:

পুর এলাকার বিভিন্ন জায়গায় কয়েক মাস আগে চালু করা হয়েছিল এই বায়োটয়লেট গুলি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: শহরে বায়োটয়লেট চালু হওয়ার পরও আবার বন্ধ।ফলে রাস্তার ধারেই শৌচক্রিয়া করছেন পথচলতি মানুষ।
advertisement

জলপাইগুড়ি পুর এলাকার সমাজপাড়া, তিন নাম্বার ঘুমটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কয়েক মাস আগে চালু করা হয়েছিল এই বায়োটয়লেট গুলি। শহরের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে সাজানো হলেও মানুষের কাজে লাগছেনা বললেই চলে। উদ্বোধন করা হলেও এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই বায়োটয়লেটগুলি।কোথাও তার আশেপাশে আবর্জনা, তো কোথাও আগাছা, এমনই অবস্থায় রয়েছে শহরের বায়োটয়লেটগুলি।যার ফলে, পথচলতি মানুষ এমনকি দোকানদাররা যত্রতত্র শৌচক্রিয়া করছেন।

advertisement

আরও পড়ুন: রাস্তায় পড়ে খোলা তার, বিদ্যুৎস্পৃষ্ট হল বৃদ্ধা! কী মর্মান্তিক পরিণতি

এক সাধারণ বাসিন্দা বললেন, জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বায়োটয়লেট বেশ কয়েক মাস আগে চালু হলেও ফের তালা বন্ধ অবস্থায় রয়েছে।ফলে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ দোকানদার , সবাই  টয়লেট  করতে বাধ্য হচ্ছেন রাস্তার ধারেই। এহেন পরিস্থিতির বিষয়ে এক ব্যক্তি জানান, যদি ব্যবহারই না হয় তবে কেন এই বায়োটয়লেট গুলি তৈরি করা হয়েছে শহরে।

advertisement

View More

আরও পড়ুন: জলপাইগুড়ি-শিলিগুড়ির সরকারি বাস ছাড়ার সময় পরিবর্তন, সমস্যায় পড়েছেন যাত্রীরা

বিভিন্ন জায়গায় দুর্গন্ধ, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অবিলম্বে এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।যদিও পৌরসভা সূত্রে খবর কিছু দিনের মধ্যেই আবার চালু হবে এই বায়ো টয়লেট গুলো।  তদারকি করার অসুবিধার পাশাপাশি নানা অসুবিধার জন্য এগুলি বন্ধ। ডাকঘর মোড়,সমাজপাড়া,সহ আর ও কয়েকটি জায়গায় রয়েছে এই বায়োটয়লেটগুলো।কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে পুরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

গীতশ্রী মুখার্জি

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বায়োটয়লেট চালু হলেও আবার বন্ধ, রাস্তার ধারেই শৌচক্রিয়া পথচলতি মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল