Jalpaiguri News: রাস্তায় পড়ে খোলা তার, বিদ্যুৎস্পৃষ্ট হল বৃদ্ধা! কী মর্মান্তিক পরিণতি

Last Updated:

Jalpaiguri News: জানা গেছে মৃতের নাম প্রমিলা রায়। তার বয়স ৫২ বছর। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মর্মান্তিক ঘটনা
মর্মান্তিক ঘটনা
জলপাইগুড়িঃ জলপাইগুড়িতে আবারও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতের ঘটনা সামনে এল। এ প্রসঙ্গে উল্লেখ্য,জলপাইগুড়ির ধুপগুড়ি র ঝাড়-আলতাগ্রাম এলাকায় কাঠুরিয়া তে বুধবার এই ঘটনা ঘটেছে।জানা গিয়েছে, এদিন নাতিকে নিয়ে আসার সময়তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া এলাকায়। জানা গেছে মৃতের নাম প্রমিলা রায়। তার বয়স ৫২ বছর। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে গাছের সংস্পর্শে এসে দুটি তারের মধ্যে একটি ছিঁড়ে পড়ে থাকে। প্রমিলা রায় তার নাতনিকে নিয়ে আসছিলেন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে।বাড়িতে আসার সময়ে আচমকা তিনি পা দিয়ে দেন ওই বিদ্যুতের তারে। সেই তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়ে মৃত্যু হয়। এই ঘটনা র সাথে সাথে এলাকায় ছুটেআসেন আশেপাশের মানুষ।কী ভাবে জনবহুল একটি এলাকায় এভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকল, কী ভাবে এত বেলা পর্যন্ত কারওনজরে তা আসল না সেটাই ধন্দের বিষয়।অন্যদিকে, ওই রাস্তা দিয়েই সারা দিন অনেক মানুষ চলাচল করেন। সামনেই রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। যার ফলে ছোট শিশুরাও সেখানে যাতায়াত করে।খেলা ধুলো করে।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই, বিদ্যুৎ দফতরের ওপর গাফিলতির অভিযোগ উঠছে।এদিকে, ওই মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এদিন তিনি রাস্তা দিয়ে আসার সময় ওই তারের সংষ্পর্ষে আসলে তিনি লুটিয়ে পড়েন। এদিকে, তারা এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
advertisement
ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের কর্তারা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। গাছটি তারের সঙ্গে লেগে ছিল। কিন্তু সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নি। কোনো পদক্ষেপ নেওয়া হল না কেন এই নিয়ে এলাকাবাসীরা ক্ষুব্ধ। তাদের দাবি, যতক্ষন বিদ্যুৎ কর্মীরা এসে কোনো সমাধান করবেন ওই দেহ নিতে দেবেন না তারা।
advertisement
----গীতশ্রী মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাস্তায় পড়ে খোলা তার, বিদ্যুৎস্পৃষ্ট হল বৃদ্ধা! কী মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement