আরও পড়ুন: গরম পড়তেই চাহিদা বেড়েছে মাটির জালার
মালবাজার থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। শহরের সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ দিন বেশ কিছুটা সময়ও কাটান। নারী স্বশক্তিকরণ নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনাও করেন। স্কুলের পড়ুয়ারাও আশাকে কাছে পেয়ে বেজায় খুশি। আশা শুক্রবার মালবাজার থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হন।
advertisement
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাটারামের বাসিন্দা আশা মালব্য। বরাবর প্রতিবন্ধকতার সাথে লড়াই করে জীবনের পথে এগিয়েছেন। মাত্র তিন বছর বয়সে বাবা মারা যান। মা রাজুবাই দুই মেয়ে আশা এবং নিশাকে বড় করে তোলেন। ফলে জীবনের চলার পথটা কখনই মসৃণ ছিল না। কিন্তু ইচ্ছে ও স্বপ্নের পিছু ছাড়েননি কখনও। পর্বতারোহণ থেকে শুরু করে দৌড়, যখন যে চ্যালেঞ্জটা নিয়েছেন তাতেই সফল হয়েছে। পেয়েছেন বহু পুরস্কার। কিন্তু এই সাফল্যের মাঝেই আশা একটা জিনিস উপলব্ধি করেছিলেন, এ দেশের মেয়েদের সফল হতে হলে আগে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আর তাই পরিবেশ বান্ধব সাইকেলকে সঙ্গী করে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। গত ১ নভেম্বর মধ্যপ্রদেশ থেকে তাঁর যাত্রা শুরু হয়। আশার লক্ষ্য, ১৫ অগস্ট দিল্লিতে পৌঁছে স্বাধীনতা দিবস উদযাপন করা। তাঁর এই লক্ষ্যের বিষয়ে আশা মালব্য বলেন, গোটা ভারত ঘুরছি। আমাদের দেশে নারীরা সুরক্ষিতই রয়েছে বলে মনে করি। পড়ুয়াদের বলেছি লক্ষ্য স্থির রেখে এগোতে হবে।
সুরজিৎ দে