TRENDING:

Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছন্নছাড়া গোটা গ্রাম, সবাই ছুটল হাসপাতালে

Last Updated:

সকলেই বেশ তৃপ্তি করে খাবার খান। কিন্তু পরেরদিন বেলা বাড়তেই ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করা সকলের বমি-পায়খানা শুরু হয়। কিছুতেই বমি পায়খানা না থামায় একে একে সকলকে হাসপাতালে ভর্তি করতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বৃদ্ধের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে চোব্য চোষ্য লেহ্য পেও খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল গ্রামের ৩০-৪০ জনকে। মালবাজারের ঘটনা। চিকিৎসকদের অনুমান, সম্ভবত অতিরিক্ত গরম ও খাদ্যের বিষক্রিয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হতে হলেও কারও প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বলে জানা গিয়েছে।
advertisement

গত কয়েকদিন ধরেই ডুয়ার্সে মাত্রা ছাড়া গরম পড়েছে। সেখানে টানা এমন গরম সাম্প্রতিককালে দেখা যায়নি। এর‌ইমধ্যে মালবাজারের রাজাডাঙা গ্রামের প্রদীপ রায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। তাঁর বাবা অনন্ত রায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। গ্রামবাসী ও আত্মীয়স্বজন মিলে প্রায় ৪০-৪৫ জন রাতে খাওয়া দাওয়া করেন। জানা গিয়েছে, আয়োজন ভালই ছিল সকলেই বেশ তৃপ্তি করে খাবার খান। কিন্তু পরেরদিন বেলা বাড়তেই ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করা সকলের বমি-পায়খানা শুরু হয়। কিছুতেই বমি পায়খানা না থামায় একে একে সকলকে হাসপাতালে ভর্তি করতে হয়।

advertisement

আরও পড়ুন: নতুন ভবনের কাজ সম্পূর্ণ না করেই কলেজকে হস্তান্তর, বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর

যার বাড়িতে অনুষ্ঠান ছিল সেই প্রদীপ রায়‌ও সপরিবারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও স্ত্রী ও মা সহ ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এছাড়াও বেশ কিছু মহিলা ও শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিরা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও রাজডাঙা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মোট ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে স্থানীয়দের থেকে জানা গিয়েছে।

advertisement

View More

ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসক দীপ মজুমদার জানান, রাত থেকেই বেশ কিছুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে তিনজনের অবস্থা খারাপ থাকায় তাঁদের মালবাজারে পাঠানো হয়। তাঁর অনুমান, সম্ভবত খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছন্নছাড়া গোটা গ্রাম, সবাই ছুটল হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল