Coochbehar News: নতুন ভবনের কাজ সম্পূর্ণ না করেই কলেজকে হস্তান্তর, বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর

Last Updated:

নতুন ভবন কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হলেও সেখানে এখনও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। এছড়াও বেশ কিছু কক্ষে দরজা-জানালা লাগানো নেই।

+
বানেশ্বর

বানেশ্বর সারথীবালা কলেজ

কোচবিহার: দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘরের অভাবে ক্লাস চালাতে সমস্যায় পড়ছিল বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়। শেষ পর্যন্ত কোচবিহারের এই কলেজটির পাশে এসে দাঁড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। তাদের সহায়তায় কলেজের একটি অতিরিক্ত ভবন নির্মাণের কাজ শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তত্ত্বাবধানেই কাজ হয়। যদিও মাঝে দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ হয়ে পড়েছিল। ফলে সমস্যা বাড়ছিল কলেজ কর্তৃপক্ষের। হঠাৎই মাসখানেক আগে অসমাপ্ত অবস্থায় নতুন ভবনটি কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এতে আরেক সমস্যা এসে হাজির হয়েছে কলেজ কর্তৃপক্ষের সামনে। তাঁদের দাবি, নতুন ভবনের ৯৫ শতাংশ কাজ হয়ে গেলেও বাকি ৫ শতাংশ কাজ বাকি আছে। এই অবস্থায় ভবন হস্তান্তর হয়ে যাওয়ায় কী করবে ভেবে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষ।
বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের এক ছাত্র সায়ন্তন নাগ জানান, নতুন ভবন কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হলেও সেখানে এখনও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। এছড়াও বেশ কিছু কক্ষে দরজা-জানালা লাগানো নেই। সম্পূর্ন তৈরি করা হয়নি শৌচাগার। এই পরিস্থিতিতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ছাড়া ওই কক্ষে ক্লাস করা সম্ভব নয়। ফলে নতুন ভবন তৈরি হলেও তা এক্ষুণি কাজে লাগানো কঠিন।
advertisement
advertisement
কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় জানান, ভবনটি একমাস আগেই হস্তান্তর করা হয়েছে কলেজকে। তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এমনটাই দাবি অধ্যক্ষের। কবে কলেজের নতুন ভবনের কাজ সম্পূর্ণ হয় সেই দিকেই তাকিয়ে বসে আছেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া সকলে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: নতুন ভবনের কাজ সম্পূর্ণ না করেই কলেজকে হস্তান্তর, বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement