মোহিত নগর জোড়া দিঘি এলাকার বাসিন্দা দিবাকর দাস সোমবার সন্ধ্যায় ঘটনাটি লক্ষ্য করেন। কয়েক জনকে নিয়ে সেই কৌটো থেকে শিয়ালটির মাথা বার করার চেষ্টা করেন তিনি। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। রাত এগারোটা নাগাদ খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পরিবেশ প্রেমীদের।
আরও পড়ুন: টান পড়েছে দার্জিলিংয়ের কমলালেবুতে! দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে নাগপুরের কমলা
advertisement
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্রিন জলপাইগুড়ি টিমের দীর্ঘ চেষ্টার পর প্লাস্টিকের কৌটো কেটে শিয়ালটির মাথা বার করা হয়। শিয়ালটি সুস্থ থাকায় ছেড়ে দেওয়া হয় তাকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অঙ্কুর দাস জানান, বন বিভাগের গরুমারা ওয়াইল্ড লাইফের কর্মী সৌভিক মন্ডলের সহযোগিতায় শিয়ালটিকে বিপদ মুক্ত করা গিয়েছে।
আরও পড়ুন: বেনজির কাণ্ড! এবার নদীচুরির অভিযোগ মালদহে, পরে যা হল
বনকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অঙ্কুর বলেন, "আমাদের এক ডাকে এত রাতে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। শিয়ালটিকে প্রাণে বাঁচাতে পেরে আমরা খুশি।"
সুরজিৎ দে