Winter Fashion: চাপ দিলেই খাড়া হয়ে যাচ্ছে কান, 'পমপম টুপি' না পেলে কেঁদে ভাসাচ্ছে খুদেরা! জলপাইগুড়িতে নয়া ট্রেন্ড
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Winter Fashion: জলপাইগুড়ি শহরের বাজারে ডিভিসি রোড এখন যেন শীতের টুপির মেলা। পমপম টুপি সবথেকে বড় আকর্ষণ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বাজার জুড়ে ছেয়েছে পমপম! যতদূর যায় চো,খ ততদূর শীতের বাজার জুড়ে জনপ্রিয়তার শীর্ষে এই পমপম! এই পমপম বাজারে মানুষের ব্যাপকভাবে নজর কেড়েছে। নভেম্বরের শেষ মানেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। আর সেই শীতের হিমেল বাতাসে আগাম শীতের উৎসবের রং ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বাজারে। বিশেষ করে শহরের ব্যস্ত ডিভিসি রোড এখন যেন শীতের টুপির মেলা।
রাস্তাজুড়ে সারি সারি দোকান সকাল থেকেই ক্রেতাদের ভিড় জমে উঠছে। শহরের বিক্রেতাদের মতে, এবারের শীতের মূল আকর্ষণ শিশুদের ফ্যাশন। পুরনো ধরনের সাদামাটা উলের টুপির বাজার এখন অনেকটাই বদলে গিয়েছে। তার জায়গা দখল করেছে রঙিন, ফিউশন-ডিজাইনের টুপি। কার্টুন প্রিন্টের টুপি থেকে শুরু করে উজ্জ্বল রঙের স্মার্ট হ্যাট সবই এখন ছোটদের পছন্দের তালিকায়। তবে ক্রেতাদের মন জয় করছে সবচেয়ে বেশি এক নতুন ধাঁচের ‘পম–পম’ টুপি।
advertisement
আরও পড়ুন : দিন নয়, এবার কয়েক ঘণ্টাতেই শুকিয়ে যাচ্ছে ধান! একটি মেশিনেই কামাল, এখন কৃষকদের ‘চোখের মণি’
advertisement
উলের তৈরি এই টুপির দু’ধারে লেজের মতো ঝুলে থাকে দুটি নরম স্ট্রিপ। হাত দিয়ে চাপ দিলেই তা থেকে বেরোয় মিষ্টি ‘পম’ শব্দ, আর সঙ্গে সঙ্গে টুপির দু’টি কান খাড়া হয়ে ওঠে। শিশুদের মুখে তখন দুষ্টু হাসি, চোখে ঝিলিক। এই টুপির প্রতি যেন আলাদা মায়া। দোকানিদের কথায়, “এই পমপম টুপি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বাচ্চারা দোকানে ঢুকেই প্রথম এটা চাইছে। দামও খুব বেশি নয়, তাই অভিভাবকেরাও কিনে দিচ্ছেন সহজেই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু শিশু নয়, কিশোর-কিশোরীরাও নতুন ডিজাইনের শীতের টুপি কিনতে ভিড় করছেন। কেউ বেছে নিচ্ছেন নিয়ন রঙ, কেউ আবার নরম উলের সফট ফ্লাফি টুপিতে মুগ্ধ। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জলপাইগুড়ির বাজারে যে শীতের উৎসব নেমে এসেছে, তার স্পষ্ট ছবি মিলছে ডিভিসি রোডের ব্যস্ত দোকানপাটে। শহর যেন পুরোই শীতের ফ্যাশন রঙ্গে রাঙা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
November 27, 2025 12:15 PM IST
