বেনজির কাণ্ড! এবার নদীচুরির অভিযোগ মালদহে, পরে যা হল
- Published by:Suvam Mukherjee
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
আশঙ্কা করা হচ্ছে, এভবে নদীবক্ষ ভরাট হতে থাকলে এলাকায় বন্যা হতে পারে।
#মালদহ: জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ভরাট গোটা নদীপক্ষ। পরে সেই ভরাট জমিকেই চাষের জন্য প্লট হিসেবে বিক্রি চলছে। লক্ষ লক্ষ টাকার জমির কারবার চলছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। এ নিয়ে সরব স্থানীয় বাসিন্দা থেকে প্রকৃতিপ্রেমীরা। আশঙ্কা করা হচ্ছে, এভবে নদীবক্ষ ভরাট হতে থাকলে এলাকায় বন্যা হতে পারে। এমনটাই অভিযোগ ছিল স্থানীয়দের।
তবে বিষয়টি এখন সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। নদীবক্ষে যেসব এলাকা ভরাট করেছিল জমি মাফিয়ারা, সেগুলি খনন করে নদীকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও, থানার আইসি এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি দিয়ে নদী খনন শুরু হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।
advertisement
advertisement
দেরিতে হলেও প্রশাসন নদীকে ফের দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর পঞ্চায়েতের খন্তা মৌজার অন্তর্গত এলাকায় রয়েছে কালকোষ নদী। হরিশ্চন্দ্রপুর এবং কুমেদপুর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় রাঘবপুর ১৪ নম্বর রেল সেতুর নীচ দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। বিহার থেকে বয়ে আসা এই নদী হরিশ্চন্দ্রপুরের মালিওর, সাদলিচক, ইসলামপুরের মতো পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিশে গিয়েছে ফুলহার নদীতে।
advertisement
শীতকালে নদীতে জল প্রায় না থাকার সুযোগে তুলনামূলকভাবে উঁচু জায়গাগুলিতে মাটি ভরাট করে প্লট তৈরি করেছিল জমি মাফিয়ারা। প্রশাসন জানিয়েছে, যে জায়গাগুলো ভরাট করা হয়েছিল জেসিবি দিয়ে সেখানে খননকার্য চালানো হচ্ছে। যাতে নদী আবার আগের অবস্থাতে ফিরে আসতে পারে। ভবিষ্যতে অবৈধভাবে নদী ভরাট বা দখলের চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 1:34 PM IST