শুধু মেসি-দি মারিয়া নন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিতে পারে এই ৫ তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। তবে এবারের আর্জেন্টিনা দল শুধু মেসি নির্ভর নয়। দলে আরও একাধিক ফুটবলার রয়েছে যারা এই বিশ্বকাপে তারকা হয়ে উঠতে পারে।
লাউতারো মার্টিনেজ- পজেটিভ স্ট্রাইকারের অভাবে বরাবর ভুগেছে আর্জেন্টিনা। আগুয়ারো, হিগুয়েনরা আগে থাকলেও সেভাবে দলকে সাফল্য এনে দিতে পারেননি। কিন্তু এবারের আর্জেন্টিনা দলে লাউতারো মার্টিনেজ বড় ভরসা। বক্সের ভিতরে গোলটা খুব ভালো চেনে এই তরুণ স্ট্রাইকার। ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়েও ভালো পারফর্ম করছেন তিনি। ফলে বিশ্বকাপে এবার আর্জেন্টিনা দলের তারকা হয়ে ওঠার দাবিদার লাউতারো মার্টিনেজ।
advertisement
এমিলিয়ানো মার্টিনেজ- গত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান সমস্যা ছিল ভালো গোলকিপারের অভাব। রোমেরোর না থাকাটা হাড়ে হাড়ে টের পেয়েছিল মেসির দল। তবে এবার তেকাঠির নীচে দলকে ভরসা দিচ্ছেন দীর্ঘকায় ও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গত কোপাতেও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। বিশ্ব মঞ্চে এবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
advertisement
advertisement
advertisement