Jalpaiguri Gokhra Snake: ভাতের হাঁড়ির ভেতর সাড়ে চার ফুট লম্বা গোখরো সাপ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক! চাঞ্চল্য ছড়াল এলাকায়
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Gokhra Snake: ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে সনু আলমের রান্নাঘরের হাঁড়ি থেকে সাড়ে চার ফুট লম্বা গোখরো উদ্ধার করেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা, এলাকায় চাঞ্চল্য।
advertisement
1/5

ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ভাত রান্না করতে গিয়ে সেলফের নিচে রাখা হাঁড়ি থেকে আচমকা ‘ফোঁস’ শব্দ শুনে আতঙ্কে ছিটকে উঠলেন সনু আলম নামে এক যুবক।
advertisement
2/5
হাঁড়িটি বার করার মুহূর্তেই বুঝতে পারেন, ভিতরে কিছু নড়াচড়া হচ্ছে। ভয় পেয়ে তিনি হাঁড়িটি ছুঁড়ে ফেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। দ্রুতই এলাকায় খবর ছড়িয়ে পড়ে রান্নার হাঁড়ির ভেতর নাকি বিষধর সাপ!
advertisement
3/5
স্থানীয়দের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। তাঁদের আসার আগেই এলাকার যুবকেরা দেখতে পান—গ্যাসের উনুনের টেবিলের তলায় রাখা হাঁড়ির ভেতর কুণ্ডলী পাকিয়ে বসে আছে প্রায় সাড়ে চার ফুট লম্বা একটি গোখরা সাপ।
advertisement
4/5
সর্প প্রেমীরা এসে সাবধানে সাপটিকে উদ্ধার করেন। সাপটি উদ্ধার হতেই স্বস্তির নিঃশ্বাস এলাকার বাসিন্দারা। তবে রান্নাঘর থেকে গোখরা উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক এখনো কাটেনি।
advertisement
5/5
হাঁড়িটি বার করার মুহূর্তেই বুঝতে পারেন, ভিতরে কিছু নড়াচড়া হচ্ছে। ভয় পেয়ে তিনি হাঁড়িটি ছুঁড়ে ফেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। দ্রুতই এলাকায় খবর ছড়িয়ে পড়ে রান্নার হাঁড়ির ভেতর নাকি বিষধর সাপ!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Jalpaiguri Gokhra Snake: ভাতের হাঁড়ির ভেতর সাড়ে চার ফুট লম্বা গোখরো সাপ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক! চাঞ্চল্য ছড়াল এলাকায়