অন্যদিকে গ্রামের মানুষের কাজকর্ম ও বাজার দোকান যোগাযোগের মাধ্যম এই সেতু। স্থানীয় মানুষ জানায়, ভাঙা সেতুর উপর বাঁশ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়েছে বেশ কয়েকদিন। বাম আমলে তৈরি হয় কাঠের সেতুটি, তারপর থেকে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি। গত কয়েক বছর সেতুটির স্বাস্থ্য একেবারেই জীর্ণ হয়ে পড়ে। সেতুটি মেরামতি করার আবেদন জানিয়েছে গ্রামের মানুষ পঞ্চায়েত প্রশাসনে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল ইটের রাস্তা! হেলদোল নেই প্রশাসনের
তাতে বহু প্রতিশ্রুতি মিলেছে তবে হয়নি কার্যকর, অভিযোগ স্থানীয়দের। গত কয়েক মাস আগে থেকেই একপ্রকার যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। তবুও নিরুপায় হয়ে পারাপার করত মানুষ। প্রায় একমাস আগে সেতুর মাঝ বরাবর ভেঙে পড়ে সম্পূর্ণরূপে যোগাযোগ ব্যবস্থা বন্ধ।
আরও পড়ুনঃ জাতীয় সড়কের সার্ভিস রোড ঢাকছে নোংরা আবর্জনায়! সমস্যায় পথচারীরা
স্থানীয়রা পঞ্চায়েতে এ বিষয়ে জানায়, প্রায় ১৫ থেকে ২০ দিন পার হয়ে গেলেও মেলেনি সুরাহা অভিযোগ স্থানীয়দের। গ্রামের মানুষের কাজকর্ম বাজার দোকানে বন্ধ প্রায়, গ্রামের দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। দারুণভাবে সমস্যায় পড়তে গ্রামের মানুষকে। অবশেষে বাধ্য হয়ে, গ্রামের মানুষ নিজেরা চাঁদা অর্থ জোগাড় করে কাঠের সেতুটি মেরামত করে।
Rakesh Maity