TRENDING:

Howrah News: বুনো শুয়োরের দাপটে মাঠেই শেষ বিঘের পর বিঘে ধান!

Last Updated:

বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত গ্রাম বাংলার চাষাবাদ, বছর ভোর মাঠে ফসল ফলিয়ে বাংলার ঘরে ঘরে উঠবে সোনালী ফসল, হাড় ভাঙ্গা পরিশ্রমের পর ফসল ওঠার আনন্দে মেতে ওঠে চাষি পরিবার, বাংলার বিভিন্ন প্রান্তে চাষ আবাদ বর্তমানে ক্ষীণ হলেও, এক সময় সেই চাষাবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসব অনুষ্ঠান রয়ে গেছে বাংলা জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত গ্রাম বাংলার চাষাবাদ, বছর ভোর মাঠে ফসল ফলিয়ে বাংলার ঘরে ঘরে উঠবে সোনালী ফসল, হাড় ভাঙ্গা পরিশ্রমের পর ফসল ওঠার আনন্দে মেতে ওঠে চাষি পরিবার, বাংলার বিভিন্ন প্রান্তে চাষ আবাদ বর্তমানে ক্ষীণ হলেও, এক সময় সেই চাষাবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা উৎসব অনুষ্ঠান রয়ে গেছে বাংলা জুড়ে। হাওড়া জেলা জুড়ে শিল্প ও কৃষির দুইয়ের আধিপত্য রয়েছে তবে বর্তমানে ক্রমশ চাষের জমি হারিয়ে যাচ্ছে শিল্পের দাপটে। দুর্দশা কৃষকদের, এমনই সমস্যা, গত কয়েক বছর বন্য শুকরের তান্ডব জমিতে।
advertisement

চাষের জমিতে ভরা ফসল কিংবা রোপন করা জমি সবেতেই তান্ডব চালাচ্ছে রাতের অন্ধকারে বন্য শুকরের দল। হাওড়া নলপুরে বিঘের পর বিঘা ধান মাঠেই নষ্ট হয়েছে শুকরের তাণ্ডবে। এই ঘটনার শিকার হয়ে কৃষকদের মাথায় হাত পড়েছে চাষীদের। হাওড়া জেলায় গ্রামীণ এলাকার নলপুরে এভাবেই মাঠ ভর্তি ধান নষ্ট হয়ে পড়ে আছে মাঠেই। কি ভাবে এই ক্ষতির থেকে উদ্ধার পাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে চাষীদের।

advertisement

আরও পড়ুনঃ জানেন কি কোথায় আছে উদং কালিমাতা আশ্রম? ঘুরে আসতে পারেন

অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন কেউ বা নিজের সমস্ত জমা পুঁজিকে বাজি রেখে চাষের কাজে হাত দিয়েছিলেন। হাড় ভাঙ্গা পরিশ্রমে ধানের ভালো ফলন হওয়ার পরেও বুনো শুকরে নষ্ট করা ধান মাঠেই ফেলে আসতে বাধ্য হচ্ছেন তাঁরা এমনটাই জানা যাচ্ছে। শুধু ধানের জমিতেই নয় জমিতে চাষ করা শাক সব্জির উপরেও আক্রমণ করছে এই শুকরের পাল। গত কয়েক বছর ধরে একই চিত্র এই নলপুর সহ জেলা জুড়ে। নলপুর এলাকার চাষী কানু বেড়া তার জমিতে শশা, চিচিঙ্গা, ঝিঙে সহ অন্যান্য শাক সব্জির চাষ করেছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ শুরু হয়েছিল শিশুদের হাত ধরে, সেই কালীপুজোয় এখন থিমের ছোঁয়া!

মধ্য রাত্রে শুকরের অত্যাচারে সব নষ্ট হয়ে গেছে বলেই জানান। এলাকার ধান চাষী লক্ষ্মণ ঢালী জানান, তিনি এই বছর বাজার থেকে সুদে টাকা নিয়ে ধান চাষ করেছিলেন। সামনের কিছু দিন পর হলে ধান কাটবে। বিঘা বিঘা জমির ধান কাটার আগেই শুয়োরের পাল জমিতে ঢুকে সব তছনছ করে গেছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বুনো শুয়োরের দাপটে মাঠেই শেষ বিঘের পর বিঘে ধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল