Howrah News: শুরু হয়েছিল শিশুদের হাত ধরে, সেই কালীপুজোয় এখন থিমের ছোঁয়া!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
লক্ষ্মীপুজো কিংবা কালীপূজা গ্রামে গঞ্জে কিশোরদের হাতেই রাস্তার পার্শ্ববর্তী বা পাড়ার মাঝে ছোট ছোট পুজো মণ্ডপ গড়ে ওঠে। সেখানে দেখা যায় অনেক মন্ডপে দেখা যায় নিজেদের হাতে গড়া মণ্ডপ বা প্রতিমা। সেই রীতি আজও হাওড়া জেলার গ্রামীণ জুড়ে চোখে পড়ে প্রায় সর্বত্র।
#হাওড়া : লক্ষ্মীপুজো কিংবা কালীপূজা গ্রামে গঞ্জে কিশোরদের হাতেই রাস্তার পার্শ্ববর্তী বা পাড়ার মাঝে ছোট ছোট পুজো মণ্ডপ গড়ে ওঠে। সেখানে দেখা যায় অনেক মন্ডপে দেখা যায় নিজেদের হাতে গড়া মণ্ডপ বা প্রতিমা। সেই রীতি আজও হাওড়া জেলার গ্রামীণ জুড়ে চোখে পড়ে প্রায় সর্বত্র।অর্ণব, সৃজন শান্তনুরাও আর পাঁচটা শিশু-কিশোরের মতোই খেলার ছলে পাড়ায় কালীপুজোয় মেতেছিল। শাড়ি দিয়ে প্যান্ডেল করে শুরু হয়েছিল কালীপুজো। মাঝে কেটে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। সেদিনের শিশুরা আজ প্রত্যেকেই সাবালক। ওদের কেউ চাকরি করছে কেউবা আবার উচ্চশিক্ষার পাঠ নিচ্ছে।
ওদের হাত ধরে শুরু হওয়া সেদিনের ছোট্ট কালীপুজোয় আজ নানা থিমের ছোঁয়া। কখনো ওদের ভাবনায় ফুটে ওঠে 'কন্যারূপেণ সংস্থিতা', আবার কখনো বা ওরা 'সুতোর টানে' গ্রামের মানুষের মন জয় করে। গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই কালীমাতা বালক সংঘের এই কালীপুজো এবার ১৬ তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের ভাবনা 'আঁচল'। সংগঠনের ছেলেরাই নিজে হাতে মন্ডপ তৈরি করছেন। প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত। তাই দিনের শেষে বাড়ি ফিরে সন্ধ্যার পর থেকে শুরু হয় মন্ডপসজ্জার কাজ। সোনামুই কুন্ডুপাড়ার মাঠে অভিনব ভাবনায় গড়ে উঠছে মন্ডপ।
advertisement
আরও পড়ুনঃ জানেন কি কোথায় আছে উদং কালিমাতা আশ্রম? ঘুরে আসতে পারেন
কীভাবে এলো আঁচলের ভাবনা? — সংগঠনের অন্যতম সদস্য অর্ঘ্য কুন্ডুর কথায়, বাঙালি সমাজে আঁচলের গুরুত্ব অপরিসীম। আঁচল যেমন একটি শিশুর নিরাপদ আশ্রয়, একটি সংসারকে আগলে রাখার অঙ্গীকার, তেমনই একটি সন্তানের কাছে মমত্বের বাহু ডোরের নাম আঁচল। কিন্তু এ সমাজে কি সব আঁচল মাতৃত্বের স্বাদ পায়? — না, যে গর্ভে সন্তান আসেনা, সেই খালি আঁচলগুলো আজও প্রতীক্ষার প্রহর গোণে। সমাজের বহু মা'য়ের আঁচলে সন্তান বড়ো হলেও শেষ বেলায় জন্মদাত্রী মা'য়ের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। সমস্ত মা'কে শ্রদ্ধা জানিয়েই এবার তাদের এই ভাবনা বলে তিনি জানান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্যপ্রাণ সচেতনতায় অভিনব উদ্যোগ! পশুপাখিদের দত্তক নেওয়ার সুযোগ
মন্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে কাঠ, খড়, কাপড়, গামছা সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী। এমনকি মন্ডপে থাকছে বিভিন্ন ধরনের আঁকিবুঁকি। স্থানীয় যুবকরাই সেসব আঁকছেন। মন্ডপে থাছে বিভিন্ন সামাজিক বার্তা। এলাকার প্রায় ২০-২৫ জন যুবক এই পুজোর সাথে সক্রিয়ভাবে যুক্ত। তারাই নিজেরা চাঁদা দিয়ে এই পুজোর আয়োজন করেন। মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে ভাবনার ছোঁয়া। এমনকি পুজোর সূচনাতেও থাকছে ব্যতিক্রমী চিন্তাভাবনা। পুজোর সূচনা করবেন এলাকার বিশিষ্ট মৃৎশিল্পী ভজহরি মান্না। উদ্যোক্তাদের আশা, অভিনব চিন্তাভাবনায় গড়ে তোলা এই পুজো মন্ডপে ভিড় জমাবেন সোনামুই ও আশপাশের বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ। আর তারই প্রস্তুতিতে ব্যস্ত ওরা।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
October 17, 2022 3:37 PM IST