আরও পড়ুনঃ মধুর সম্পর্ক পরিবারে! আদায় কাঁচকলায় ভোট ময়দানে! পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেন ‘ওঁরা’
ছাত্রনেতা আনিস খানের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে জেলার পাশাপাশি রাজ্য জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছিল। এই প্রতিবাদ কর্মসূচি স্তব্ধ করতে পরবর্তী সময়ে আনিস খানের পরিবারের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
advertisement
এবার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে আনিসের পরিবার। সিপিআইএম দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন আনিস খান এর দাদা সামসুদ্দিন খান। অন্যদিকে গ্রাম সংসদ প্রার্থী আনিসের মামাত ভাই সাবির হোসেন। এই দুই প্রার্থীর প্রচারে দেয়াল লিখতে দেখা গেল আনিসের বাবা সালেম খানকে।
এই প্রসঙ্গে সালেম খান জানান যে, দল তাঁকে প্রার্থী করতে চেয়েছিল। তিনি নিজে প্রার্থী না হয়ে, আনিসের মামাত ভাই সাবির হোসেনকে গ্রাম সংসদে এবং আনিসের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করে। তাঁদের সমর্থনে প্রচার শুরু করেছেন দেওয়াল লেখার মধ্য দিয়ে।
রাকেশ মাইতি