TRENDING:

WB Panchayat Election 2023: ভোটের লড়াইয়ে আনিস খানের দাদা! কোন দলের হয়ে? প্রচারে তুমুল ব্যস্ত আনিসের বাবাও

Last Updated:

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ময়দানে আনিস খানের দাদা, প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান, শাসকের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী আনিসের দাদা সামসুদ্দিন খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পঞ্চায়েত ভোটের ময়দানে আনিস খানের দাদা, প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান। পঞ্চায়েত ভোটে সিপিআইএম প্রার্থী আনিসের দাদা সামসুদ্দিন খান। ছেলের প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান। পরিকল্পিত ভাবে আনিসকে খুন করা হয়েছে  শুরু থেকে এই অভিযোগ আনিসের পরিবারের। সেই অভিযোগের তীর শাসক দল এবং পুলিশের দিকে। এরই প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই বামপন্থীদের পথে নামতে দেখা গেছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও প্রতিবাদ নামে এই অন্যায়ের বিরুদ্ধে।
advertisement

আরও পড়ুনঃ মধুর সম্পর্ক পরিবারে! আদায় কাঁচকলায় ভোট ময়দানে! পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেন ‘ওঁরা’

ছাত্রনেতা আনিস খানের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে জেলার পাশাপাশি রাজ্য জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছিল। এই প্রতিবাদ কর্মসূচি স্তব্ধ করতে পরবর্তী সময়ে আনিস খানের পরিবারের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

advertisement

এবার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে আনিসের পরিবার। সিপিআইএম দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন আনিস খান এর দাদা সামসুদ্দিন খান। অন্যদিকে গ্রাম সংসদ প্রার্থী আনিসের মামাত ভাই সাবির হোসেন। এই দুই প্রার্থীর প্রচারে দেয়াল লিখতে দেখা গেল আনিসের বাবা সালেম খানকে।

advertisement

এই প্রসঙ্গে সালেম খান জানান যে, দল তাঁকে প্রার্থী করতে চেয়েছিল। তিনি নিজে প্রার্থী না হয়ে, আনিসের মামাত ভাই সাবির হোসেনকে গ্রাম সংসদে এবং আনিসের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করে। তাঁদের সমর্থনে প্রচার শুরু করেছেন দেওয়াল লেখার মধ্য দিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
WB Panchayat Election 2023: ভোটের লড়াইয়ে আনিস খানের দাদা! কোন দলের হয়ে? প্রচারে তুমুল ব্যস্ত আনিসের বাবাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল