Panchayat Election 2023: মধুর সম্পর্ক পরিবারে! আদায় কাঁচকলায় ভোট ময়দানে! পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেন 'ওঁরা'

Last Updated:

Panchayat Election 2023: দুই জা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দুই দলের প্রার্থী। একই পরিবারের দুই জা এবার দুই দলের প্রার্থী শালবনীতে। মনের মিল, পরিবারের মিল থাকলেও ঘরের বাইরে রাজনীতিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দুজনের।

+
Panchayat

Panchayat Election 2023

পশ্চিম মেদিনীপুর: বাইরে রাজনীতির চাপা লড়াই থাকলেও ঘরের সম্পর্ক মধুর। একই পরিবারের দুই জা এবার দুই দলের প্রার্থী শালবনীতে। মনের মিল, পরিবারের মিল থাকলেও ঘরের বাইরে রাজনীতিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দুজনের।
প্রসঙ্গত ভোট ঘোষণার পর থেকে দিকে দিকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে। কোথাও মনোনয়ন ঘিরে বাঁধছে অশান্তি। তবে সুস্থ রাজনীতির এক অন্য ছবি দেখল পশ্চিম মেদিনীপুর।
advertisement
শালবনির গবরু এলাকায় একই পরিবারে দুই জা দুই দলের প্রার্থী। শালবনীর গোবরু এলাকার কুন্ডু পরিবার। এই পরিবারের এক বড় জা ঊষা কুন্ডু তৃণমূলের জেলা পরিষদে প্রার্থী। এবং ছোট জা বিজেপির জেলা পরিষদে প্রার্থী। ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে। তবে ঘরে বা ব্যক্তিগত সম্পর্কে নেই কোন উত্তাপ।
advertisement
জানা গিয়েছে উষা কুন্ডু, ২০১৮ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছিলেন। তখনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ছোট জা চন্দনা। দুজনের বাড়ির মধ্যে দূরত্ব দেড়শো মিটার তবে মনের কোন দূরত্ব নেই। পরিবার কিংবা রাজনীতির মধ্যে শুধু প্রতিদ্বন্দ্বিতা বা দূরত্ব নয়, উষা দেবী সুপারভাইজার এবং চন্দনা দেবী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। নির্বাচনে একজনের জয় ও অপরজন পরাজিত হলেও কর্মক্ষেত্রে কিংবা পরিবারে কোন সমস্যা হয়নি দুজনের। বেশ কয়েক বছর ধরে রাজনীতির এক অন্য সমীকরণ দেখছে শালবনী।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: মধুর সম্পর্ক পরিবারে! আদায় কাঁচকলায় ভোট ময়দানে! পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেন 'ওঁরা'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement