কারও বাড়িতে অর্থাভাবে জ্বলে না বিদ্যুতের আলো-পাখা। তবুও হাজারো প্রতিবন্ধকতার বেড়াজালকে অতিক্রম করে এগিয়ে চলেছে ওরা। স্বপ্ন পূরণের লক্ষ্যে ওদের পাশে দাঁড়ালো হাওড়া জেলার একটি সংগঠন৷ হাওড়া আমতার এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার প্রায় ৬৫ জন লড়াকু একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে বই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে খুশি উদয়নারায়ণপুরের সুদীপ হাজরা, শ্যামপুরের তানিয়া খাতুন, আমতার স্বরূপ দে-র মত পড়ুয়ারা৷
advertisement
আরও পড়ুন- সাধু উদ্যোগ! নিজের লেখা বই বিক্রির টাকা, চিকিৎসক তুলে দিলেন এক পাঠশালার উন্নয়নে!
বেশ কিছু দিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে বই ও শিক্ষা সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন পড়ুয়াদের বাড়ি। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার আর্থিক অভাবে থাকা পড়ুয়ারা সংগঠনের কাছে বই ও শিক্ষা সামগ্রীর জন্য আবেদন জানায়। সংগঠনের তরফ থেকে পর্যবেক্ষণ করার পর শিক্ষার্থীদের হাতে তাদের প্রয়োজনীয় বই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- কানা দামোদর নদীর উপর কাঠের ভাঙা পোল! কীভাবে চলাচল করছে মানুষ, দেখলে আঁতকে উঠবেন
শুধু শিক্ষা সামগ্রীই নয়, সারা বছর পড়ুয়াদের জন্য ফ্রি ল্যাব, ফ্রি কোচিং, স্কলার্শিপ ও ক্যারিয়ার গাইড দেওয়ার জন্য শিবিরের আয়োজন করে থাকে হাওড়ার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি৷
Rakesh Maity