Howrah News- সাধু উদ্যোগ! নিজের লেখা বই বিক্রির টাকা, চিকিৎসক তুলে দিলেন এক পাঠশালার উন্নয়নে!

Last Updated:

অভিজিৎ মুখার্জী জানিয়েছেন, হাওড়া জেলার অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন, জঙ্গলমহলের ঝাড়গ্রামের চিচুড়গেড়িয়া গ্রামে শিক্ষার আলো জ্বালাতে 'বর্ণ পরিচয়' নামের একটি অবৈতনিক পাঠশালা চালাচ্ছে। তিনি বই বিক্রির সমস্ত অর্থ 'বর্ণ পরিচয়'-এর উন্নতিকল্পে দান করেছেন

 চিকিৎসক অভিজিৎ মুখার্জী
চিকিৎসক অভিজিৎ মুখার্জী
#হাওড়া : লেখালেখির হাতেখড়ি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়ার সময়। তারপর যত সময় গড়িয়েছে লেখাও ততই সমৃদ্ধ পেয়েছে। কর্মব্যস্ত জীবনের মধ্যেও কলম থামেনি। সাহিত্য চর্চার এই নেশা থেকেই বই লিখে ফেলেছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ মুখার্জী। শুধু বই লিখেই তিনি অবশ্য ক্ষান্ত হননি। তাঁর লেখা বই বিক্রির সমস্ত অর্থ, সামাজিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তুলে দিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে।ওই সংস্থা এই অর্থ খরচ করবে সামাজিক কাজে৷
হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা অভিজিৎ মুখার্জী দীর্ঘদিন ইএসআই হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ইএসআই-এর বিভিন্ন প্রশাসনিক পদও সামলেছেন। বর্তমানে অবসর জীবনে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ হিসাবে রোগীর সেবা করছেন। চিকিৎসক হিসাবে মানবসেবার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চাও চালিয়ে যাচ্ছেন তিনি। আর তা থেকেই লিখে ফেলেছেন 'অভিমুখ' নামের একটি বই। বইয়ে স্থান পেয়েছে তাঁর ছাত্রজীবন, চিকিৎসক জীবন, ভ্রমণ বৃত্তান্ত সহ একাধিক বিষয়। সম্প্রতি উলুবেড়িয়ায় একটি অনুষ্ঠানে বইটি প্রকাশ পেয়েছে।
advertisement
advertisement
অভিজিৎ মুখার্জী জানিয়েছেন, হাওড়া জেলার অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন, জঙ্গলমহলের ঝাড়গ্রামের চিচুড়গেড়িয়া গ্রামে শিক্ষার আলো জ্বালাতে 'বর্ণ পরিচয়' নামের একটি অবৈতনিক পাঠশালা চালাচ্ছে। তিনি বই বিক্রির সমস্ত অর্থ 'বর্ণ পরিচয়'-এর উন্নতিকল্পে দান করেছেন।
advertisement
অভিজিৎবাবু আরও জানান, "আমার কাছে বই লেখাটা নেশা। আর ছাত্র জীবনেই সাহিত্য চর্চার হাতেখড়ি। তাই ছাত্রদের উন্নতিকল্পেই নিজের লেখা প্রথম বইয়ের সমস্ত অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছি।" স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি অরুণ খাঁ জানান, এহেন ভাবনা সমাজের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত।এভাবে সমাজের মানবিক মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান৷
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News- সাধু উদ্যোগ! নিজের লেখা বই বিক্রির টাকা, চিকিৎসক তুলে দিলেন এক পাঠশালার উন্নয়নে!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement