Howrah: পুলিশ সেজে অভিনব কায়দায় ছিনতাই আন্দুল রোডে

Last Updated:

পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় ছিনতাই।হাওড়ার আন্দুল রোডের ঘটনা। অভিনব কায়দায় দিনে দুপুরে প্রকাশ্যে এক মহিলার সোনার গহনা ছিনতাই করে পালালো চার দুষ্কৃতী।

হাওড়া: পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় ছিনতাই।হাওড়ার আন্দুল রোডের ঘটনা। অভিনব কায়দায় দিনে দুপুরে প্রকাশ্যে এক মহিলার সোনার গহনা ছিনতাই করে পালালো চার দুষ্কৃতী। হাওড়া বি গার্ডেন থানার কাছাকাছি শনিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। আন্দুল রোডের গেসকিন গেট এলাকার বাসিন্দা মামনি চক্রবর্তী জানান, ব্যক্তিগত কাজে বেরিয়ে ছিলেন কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনজন যুবক বাইকে চেপে এসে তার সামনে রাস্তা আটকায়। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলে যে এলাকায় ছিনতাই বেড়েছে তাই হাতের সোনার গহনা ও কানের দুল খুলে ব্যাগে রেখে দিতে। মামনি দেবী জানান ওই যুবকদের আচরণে মোটেই ভালো লাগেনি তার সন্দেহ হয়। তিনি গহনা খুলতে চাননি। কিন্তু একরকম জোর করে ওই চার যুবক গহনা খুলিয়ে নেয়।
আরও পড়ুনঃ
Howrah: রাজ্য সড়কের ওপর ইমারতী দ্রব্য, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে
এরপর চেঁচামেচি করতে থাকেন মামুনি দেবী, তৎক্ষণাৎ এক দুষ্কৃতী তার হাতে গহনা ধরিয়ে দিয়ে চলে যায়। আসল গহনা নিয়ে নকল গহনা হাতে দেয়। অভিযোগ, প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ছবি ধরা পড়েছে সিসিটিভি তে।ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে বি গার্ডেন থানার পুলিশ। তাদের আশা, খুব তাড়াতাড়ি এই ঘটনার কিনারা করতে পারবেন। দিনের বেলায় এই ধরনের ঘটনায় এলাকায়বাসী আতঙ্কিত। মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে? দুস্কৃতিরা পূলিশের পোশাক কোথা থেকে কিভাবে পেল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ ও হতবাক। পুলিশকে কালিমালিপ্ত করতেই পুলিশের পোশাক পরে ছিনতাই করছে দুস্কৃতিরা। দাবি পুলিশের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: পুলিশ সেজে অভিনব কায়দায় ছিনতাই আন্দুল রোডে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement