গ্রামবাসীদের ভয়, হাঁস মুরগি ছাগলের মত তাদের ছেলে-পুলেদের উপর আক্রমণ করতে পারে।এ কথা জানাজানি হতেই গ্রামের বেশ কিছু মানুষ লাঠিসোটা নিয়ে তৈরি। সকলে সতর্ক এবার গ্রামে ঢুকলেই তার ওপর ঝাঁপিয়ে পড়বে গ্রামবাসীরা, আসলে তারাও যে ভয়ে রয়েছে তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনও না ক্ষতি হয় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে এর আগে যেমন প্রাণীটিকে কখনো দেখেনি বাগনান দুর্লভপুর ও হাতেমপুরের মানুষ।
advertisement
আসলে তাদের জানা ছিলনা সন্ধা হলেই ঘরের সামনে হাগডাক বা ঘোরাফেরা করছে, যে প্রাণীটি সেটি রাজ্য প্রাণী বাঘরোল! বৃহস্পতিবার হাওড়ার অন্যতম পরিবেশ প্রেমী সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ সদস্য বনদফতর এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। মানুষকে সচেতন করতে পারলে মানুষ যেমন ভয় আতঙ্ক মুক্ত হবে সেই সঙ্গে নিরীহ রাজ্য প্রাণীটি বাঁচবে প্রাণে। দুর্লভপুর ও হাতিমপুর গ্রামে সচেতনতার শিবির।
Rakesh Maity