TRENDING:

Howrah News: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও গ্রামবাসীদের

Last Updated:

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও গ্রামবাসীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে সরকারি আবাস যোজনা প্রকল্প৷ মূলত কয়েক বছর আগেও বহু মানুষ তাদের মাথার উপর নির্দিষ্ট পাকাপাকি কোন ছাদ ছিল না৷ আবার কারও বা ছাদ থাকলেও বর্ষায় ছাদ ভেদ করে জল পড়ত। কিন্তু কয়েক বছরেই সেই ছবি দারুণ বদল ' প্রধানমন্ত্রী আবাস যোজনার ' প্রকল্পের আওতায় এসে লক্ষ লক্ষ মানুষ পেয়েছে নতুন ঘর। বহু মানুষের মুখে এই প্রকল্প হাসি ফোটালেও বহু মানুষ আবার ক্ষুব্দ। প্রকল্পের প্রাপক হয়েও মেলেনি সুবিধা, তাতেই সমস্যা।
advertisement

আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক

এবার সেই সমস্যা হাওড়ার উলুবেরিয়ায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ স্বজন পোষণ সহ একাধিক দাবিতে সকালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেবুধবারন্দ্রের অন্তর্গত উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের বহিরা পঞ্চায়েতের পূর্ব বহিরা জমাদার পাড়ায় স্থানীয় পঞ্চায়েত সদরস্যের বাড়ি ঘেরাও করল ক্ষুব্ধ গ্রামবাসীরা। জানা যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ গত কয়েক দিন আগে প্রকাশিত হয়েছিল ওই বুথের আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা।

advertisement

আরও পড়ুনঃ রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন

কিন্তু সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রকৃত পক্ষে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে তালিকায় নাম থাকা অনেকেই। ফলে বঞ্চিত হয়েছে ঘর পাওয়ায় যোগ্য ব্যাক্তিরা। কিন্তু সেই জায়গায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠরা পেয়েছে ঘর এমন অভিযোগ স্থানীয় মানুষের। এমনকি পঞ্চায়েত সদস্যর স্ত্রীর নামেও এসেছে আবাস যোজনার বাড়ি। আর এই অভিযোগ তুলেই এদিন সকালে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয় গ্রামের বহু মানুষ। একাধিক দাবিতে তার বাড়ির সামনে স্লোগান দিতে থাকে গ্রামবাসীদের একাংশ। প্রসঙ্গত ২০১৮ সালে নির্দল থেকে জয়ী হয়েছিল ওই পঞ্চায়েত সদস্য। পরে তিনি যোগ দেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। আর তার পর থেকেই শুরু তার দুর্নীতি অভিযোগ স্থানীয় মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল