TRENDING:

Howrah News: বছরের বেশিরভাগটাই জলের তলায় থাকে গোটা এলাকা! বাড়ছে নানান অসুখ

Last Updated:

হাওড়ার সাঁকরাইলের সরদারপাড়া বছরের বেশিরভাগ সময় জলের তলায় থাকে! চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বছরের ছয় থেকে আট মাস‌ই গোটা এলাকা জলমগ্ন থাকে। সাঁকরাইলের বানুপুর-২ পঞ্চায়েতের ঝোরহাট সর্দার পাড়ার ঘটনা। এর ফলে সমস্যায় পড়েছে বেশ কয়েকটি পরিবার। কোথাও পায়ের পাতা ডুবছে, আবার কোথাও হাঁটু সমান জল জমে। বৃষ্টি হলে জমা জলের পরিমাণ অনেকটা বেড়ে যায়। নদীতে জোয়ার এলে ঘরের মেঝে জল থৈ থৈ করে। এই অবস্থায় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা।
advertisement

আরও পড়ুন: রেলমন্ত্রী মমতার ঘোষণার পর এক যুগ পার, আজও ট্রেন চলল না হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ

সাঁকরাইলের এই গ্রামে জল জমার এমন সমস্যার সূত্রপাত প্রায় ৩৫-৪০ বছর আগে। তবে গত ১০ বছরে সেই জল যন্ত্রণা বেড়েছে। বছরের অধিকাংশ সময় গোটা এলাকা জলমগ্ন থাকায় স্থানীয়দের জ্বর জ্বালা সহ চর্মরোগের নানান সমস্যা দেখা দিচ্ছে। এদিকে অসুখ হলে যে চিকিৎসা কেন্দ্রে যাবে সেটাও বেশ সমস্যার। কারণ বাইরে বেরোলেই সেই জলের উপর দিয়ে হাঁটতে হবে। ফলে অসুস্থদের হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে প্রচন্ড সমস্যায় পড়তে হয়। কেউ বেশি অসুস্থ হয়ে পড়লেও এলাকার জলজমার সমস্যার কারণে চিকিৎসকরা আসতে চান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পরিস্থিতিতে এলাকায় স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। কারণ বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। তারা মাঝেমধ্যেই নানান অসুখে ভোগে। স্থানীয় মানুষদের অভিযোগ, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোন‌ও লাভ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে বানুপুর-২ পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মণ্ডল জানান, এটা দীর্ঘদিনের সমস্যা। জমি জটিলতার কারণে কাজ আটকে আছে। তবে উভয় পক্ষকে বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বছরের বেশিরভাগটাই জলের তলায় থাকে গোটা এলাকা! বাড়ছে নানান অসুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল