তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ পঞ্চায়েত অফিসে জব কার্ড জমা রাখা হয়েছিল, কাজের হিসাব নথিভুক্ত করার জন্য, মাসের পর মাস কেটে গেলেও সেই কাজের হিসাব ওঠেনি জব কার্ডে। পঞ্চায়েতে অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল সাধারন মানুষ ও বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা। তাদের অভিযোগ এই পঞ্চায়েত প্রধান বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে এবং কোলোড়া -১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় সেভাবে কাজ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ বিপদের কারণ ত্রিফলা! কিভাবে? জেনে নিন...
বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লিখিত জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ না হওয়ায় আজ দুর্নীতির বিরুদ্ধে লেখা পোস্টার লাগিয়ে অবস্থান বিক্ষোভ শামিল। কোলোড়া-১ গ্রাম পঞ্চায়েত প্রধান নিলুফা মল্লিক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, বিস্ফোরক পঞ্চায়েত প্রধান নিলুফা মল্লিক অভিযোগ আনলেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
আরও পড়ুনঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য!
তিনি জানান, অঞ্চল সভাপতি মেহেরাজ মল্লিক বিভিন্ন রকম টাকা পয়সা দাবি করেছিলেন সেই দাবি না মেনে নেওয়ার জন্য এবং তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করতো সেগুলো বন্ধ করে দেয়ার জন্য প্রধানের বিরুদ্ধে তারা কুৎসা রটাচ্ছে এবং বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছেন। তিনি জানান এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিডিও এবং বিধায়কের কাছে।
Rakesh Maity