জানা যায়, এদিন প্রথমে শ্যামপুর রামনগরের স্থানীয়রা খবর দেয় ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অর্পণ দাসকে ফোন করে জানায় ওই এলাকায় রাস্তার পাশেই পড়ে রয়েছে একটি আহত গন্ধগোকুল, সেই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আহত গন্ধগোকুলটিকে উদ্ধার করে পরিবেশপ্রেমী সংগঠনের অন্যতম সদস্য অর্পণ দাস। এদিনই আবারও ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে খবর আসে বাগনান লাইব্রেরী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের ছাদে দেখা গেছে একটি বাচ্চা বন বিড়াল।
advertisement
ওই হাসপাতালের দুই কর্মী রাহুল আমিন এবং রুমা সাঁতরা বাচ্ছা বন বিড়ালটিকে একটি বস্তার মধ্যে ধরে রাখে। ঘটনার স্থলে পৌঁছয় পরিবেশপ্রেমী সংগঠনের দুই সদস্য অর্পণ দাস এবং অনির্বাণ সেনাপতি, সেখান থেকে বাচ্চা বনবিড়ালটি উদ্ধার করে, খবর দেওয়া হয় বনদফতরে, বনফতরের কর্মীরা এলে তাদের হাতে প্রাণী দুটিকে তুলে দেওয়া হয়। জানা যায়, আহত গন্ধগোকুল এবং বাচ্ছা বনবিড়াল টিকে উদ্ধার করে গড়চুমুক নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের পর্যবেক্ষণ রাখা হবে এবং চিকিৎসা চলবে।
Rakesh Maity






