জানা যায় দুই শিশু ও মহিলা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থল মৃত্যু হয় ওই তিনজনের। ঘটনা স্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে, মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিকে উলবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যায়, দুই শিশু এক মহিলা ও আহত ব্যক্তি প্রত্যেকেই একই পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ তিথি মেনে শুরু হল উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসব
উলুবেড়িয়া জোয়ারগোড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠানে যাচ্ছিল তারা। মৃতেরা হলো, পাপিয়া মন্ডল (২৪) , পাপিয়া মন্ডলের ছেলে পৃথ্বীশ মন্ডল (৩) , ভাইজি, বিদিশা মন্ডল (৬) মৃত পাপিয়া মন্ডলের স্বামী দ্বীপ মন্ডল আহত অবস্থায় উলুবেড়িয়া ইএস আই হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
November 09, 2022 4:31 PM IST