Howrah News: তিথি মেনে শুরু হল উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসব

Last Updated:

রাস পূর্ণিমার তিথি মেনে শুরু হলো উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসবের। মঙ্গলবার পুজো পাঠের মধ্যে দিয়ে উলুবেড়িয়া রাস মঞ্চে শুরু হয়েছে এই রাস উৎসবের। এদিকে উলুবেড়িয়া শহরের এই রাস হাওড়া জেলার সর্ববৃহৎ রাস উৎসব বলেও জানা যায়।

+
title=

#হাওড়া : রাস পূর্ণিমার তিথি মেনে শুরু হলো উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসবের। মঙ্গলবার পুজো পাঠের মধ্যে দিয়ে উলুবেড়িয়া রাস মঞ্চে শুরু হয়েছে এই রাস উৎসবের। এদিকে উলুবেড়িয়া শহরের এই রাস হাওড়া জেলার সর্ববৃহৎ রাস উৎসব বলেও জানা যায়। আর রাস উৎসবের শুরুর দিনই উলুবেড়িয়ার রাস উৎসব দেখতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। তবে রাস উৎসব পুরোপুরি ভাবে চালু হতে এখনো প্রায় চার থেকে পাঁচ দিন লেগে যাবে বলে দাবি উদ্যোক্তাদের। বর্তমানে উলুবেড়িয়ার এই রাস উৎসব ৭১ তম বর্ষে পদার্পণ করলো বলে জানা যায়।
আর এই সব কিছুর মাঝে আজও রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় রাস উৎসব। সারা বছর মানুষ উলুবেড়িয়া রাসের অপেক্ষায় থাকেন, মেলায় নানা জিনিসের পসরা, দেড় থেকে দুইশদোকান, মেলায় কেকে পেস্টি থেকে নানা সংসারের জিনিসে। সমস্ত কিছু মিলবে এই মেলায়, এর পাশাপশি আকর্ষণীয় মডেল, রামায়ন মহাভারতের বিভিন্ন চরিত্রের অসংখ্য ছোট বড় মডেল। কোনটি স্থির রয়েছে তো কোনোটি নড়াচড়া করছে, অটোমেটিক। যা কচি কাচাদের পাশাপাশি বড়দের মনও আকৃষ্ট করে।
advertisement
আরও পড়ুনঃ প্রায় ৩০ বছর ধরে স্থায়ী ঠিকানাহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র!
উদ্যোক্তা রঘুনাথ দে জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন , দুই মেদিনীপুর, হুগলী এর পাশাপাশি নদী পেরিয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে মানুষ আসেন, লক্ষাধিক মানুষের জমায়েত এই মেলায়। জানা যায়, কার্তিক পূর্ণিমায় পুজোর দিন থেকে একটু একটু করে আটচালা জুড়ে বিভিন্ন মডেল ও মেলা জমে ওঠে মাঠে, প্রায় এক সপ্তাহ পর থেকে মেলা চলে আগামী এক মাস পর্যন্ত।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: তিথি মেনে শুরু হল উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement