তাদের মূল উদ্যোগী হল গ্রামের সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়াদের গাছের প্রতি যত্নশীল হতে মনোযোগ বৃদ্ধি করা। শিশুদের বা ছাত্র-ছাত্রীদের মনে গাছের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বৃদ্ধি করতে পারলে তবে এই পরিবেশ রক্ষার কাজ আরও সহজ হবে। সংস্থার পক্ষ থেকে, সমস্ত গ্রামের মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ জেলায় এই প্রথম, কৃত্তিম ওয়াল বানিয়ে স্পোর্ট ক্লাইম্বিং প্রশিক্ষণ
advertisement
সেই গাছ তারাই নিজেরাই দেখাশোনা করে বড় করে তুলবে। গ্রামের মানুষ ও শিশুদের মনে গাছের গুরুত্ব বাড়াতে প্রচার সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এদিকে প্রতিদিন নিয়ম করে চলছে গাছের পরিচর্যা। সৌরভ জানায়, আমতার নতুনগ্রামে তার নিজস্ব জমিতে শুধু গাছের চারা তৈরি করা হয়েছে তা নয়।
আরও পড়ুনঃ সততা রিকশা চালকের, টাকা সমেত ম্যানিব্যাগ ফিরিয়ে দিলেন ব্যগের মালিককে
তাদের সংগঠনের সদস্যদের অনেককেই দায়িত্ব দেওয়া হয়েছে গাছ তৈরীর। তাদের হাতে মাটি, বীজ ও বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। নিজেদের বাড়ি বা নিজস্ব জায়গায় অল্প অল্প করে চারা গাছ তৈরি করছে একইভাবে।
Rakesh Maity