বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছর আগে তৈরি যাত্রী প্রতীক্ষালয়ের ভেঙে পড়েছে শেড, সেই ভাঙা প্রতীক্ষালয়ে যাত্রীদের দাঁড়ানোর সুযোগ টুকুই মেলেনা, চারিদিক থেকে ঢেকে পড়েছে আগাছা। বর্ষা এলে ভীষণ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। গুরুত্বপূর্ণ বাস স্টপ হবার সত্বেও নেই কোথাও সেডের বালা। প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, শৌচাগার না থাকায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ ভ্রূণ উদ্ধারের পর নড়েচড়ে বসল প্রশাসন, গঠিত হল কমিটি
একপ্রকার বাধ্য হয়েই উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে থেকে বাস কিংবা অটো ধরতে হয় যাত্রীদের। স্বভাবতই সেখানে যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের অভিযোগ অভিযোগ, উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাসস্ট্যান্ড সংস্কারের কোনো কাজই হয়নি। মহকুমা শহরের বাসস্ট্যান্ডের হাল ফিরবে কবে ,তাকিয়ে মানুষ।
আরও পড়ুনঃ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েতে তালা!
এ প্রসঙ্গে উলুবেড়িয়া পৌর প্রধান অভয় দাস জানান, ফুলেশ্বর বাস স্ট্যান্ডটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলেশ্বর বাস স্ট্যান্ড নতুন রূপ সাজাতে ৩৫ লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন সাংসদ। সেই টাকা পেলে চলতি বছরে নভেম্বরের মধ্যেই নতুন রূপে যাত্রী প্রতীক্ষালয়ের শেড কমিউনিটি টয়লেট সহ নতুন সাজে সজ্জিত হবে ফুলেশ্বর বাস স্টপ।
Rakesh Maity