রাস্তার উপর গর্ত, বর্ষায় সেই গর্তে জমা জল আরো বিপদজনক চেহারা নিয়েছে। অন্যদিকে ইটের রাস্তায় খাদ-খন্দ বর্ষায় পিচ্ছিল। সমস্যায় সাধারণ পথ চলতি মানুষ ও চালকরা, এক টোটো চালক এ প্রসঙ্গে জানান, এই রাস্তার সমস্যা কয়েক বছর। বর্ষায় আরও বিপদজনক, দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ প্রতিশ্রুতি মিললেও নিরাশ হতে হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা
এই রাস্তা নতুন রূপে তৈরি হবে তা আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে, তাতেই আশার আলো দেখে এলাকার মানুষ, তবে তারপর দুই মাস কেটে গেছে এখনও সেভাবে কাজ হয়নি রাস্তার, অভিযোগ স্থানীয়দের। এ প্রসঙ্গে চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা জানান, রাস্তাটি দীর্ঘ হওয়ায় পঞ্চায়েতের পক্ষে রাস্তাটি তৈরি করাতে সমস্যা হয়ে দাঁড়ায়, রাস্তাটি তৈরির জন্য এম পি সাজদা আহমেদ ও মন্ত্রী পুলক রায়ের কাছে আবেদন জানানো হয়।
আরও পড়ুনঃ ভ্রূণ উদ্ধারের পর নড়েচড়ে বসল প্রশাসন, গঠিত হল কমিটি
সেই আবেদনের ভিত্তিতেই আরআইডিএফ এর পক্ষ কাজ শুরু, বরাদ্দ ২৪০.১৭ লক্ষ টাকা। প্রায় দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়। সেই মত রাস্তায় বল্লা পাইলিং এর কাজও শুরু হয়েছে, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষা।
Rakesh Maity






