আর এই নজর কারা আসরে ছাপ রেখে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ সমাপ্ত হলেও আর্জেন্টিনার কাপ জেতা বা মেসির হাতে বিশ্বকাপ দেখার স্মৃতি, আনন্দে আত্মহারা মেসি ভক্তরা। বিশ্বজুড়ে আর্জেন্টিনা তথা মেসি ভক্তদের উল্লাস, সেই আনন্দ উন্মাদনায় গা ভাসিয়েছে কোটি কোটি মেসি ভক্ত। এমনি এক শিল্পী, মেসি ভক্তের হদিস মিলল হাওড়ার বাগনানে।
advertisement
আরও পড়ুন: শহরে হুক্কা বার এখনও চলছে? ৫০টির বেশি জায়গা চিহ্নিত করে হানা দিতে আসছে পুরসভা
বাগনানের সৌরভ সামন্ত সে ম্যাথমেটিক্সে স্নাতক। সৌরভ লেখাপড়া এবং পারিবারিক ব্যবসা সামাল দিয়ে অবসর সময় ভালবাসেন ছবি আঁকতে। তিনি জানান, এবার বিশ্বকাপে তাঁর প্রিয় দল জেতার পর থেকেই প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের প্রতি কিছু করে দেখানোর ইচ্ছে ছিল তাঁর, তা থেকেই এবার সৌরভ প্রায় ১৪০ টি কাগজের চায়ের কাপে ফেব্রিক রংয়ের সাহায্যে ফুটবল তারকা লিওনেল মেসির মুখমণ্ডল তৈরি করেছেন, যা রীতিমতো চমকে যাওয়ার মতো। প্রায় সাত থেকে আট ঘণ্টার প্রচেষ্টায় শিল্পী এই ছবিটি তৈরি করেছেন।
রাকেশ মাইতি