শহরে হুক্কা বার এখনও চলছে? ৫০টির বেশি জায়গা চিহ্নিত করে হানা দিতে আসছে পুরসভা

Last Updated:

কলকাতা পুরসভা সূত্রের খবর, ৫০টির ও বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে।

শহরে হুক্কা বার এখনও চলছে?
শহরে হুক্কা বার এখনও চলছে?
#কলকাতা: হুক্কা বার কি এখনও চলছে? উত্তর খুঁজতে সারপ্রাইজ ভিজিট করবে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ৫০টিরও বেশি জায়গা চিহ্নিত করেছে কলকাতা পুরসভা।
কলকাতায় নিষিদ্ধ করা হয়েছে হুক্কা বার। কলকাতা পুরসভা থেকে ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার সেই নির্দেশ কতটা সচেতনতা ফিরিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে পুরসভা। মেয়রের নির্দেশ কার্যকর হয়েছে? না কি বেআইনিভাবে চুপিসারে হুক্কা বার চলছে!  তা খতিয়ে দেখতে শহরজুড়ে সারপ্রাইজ ভিজিট শুরু করবে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: অ্যাপ ক্যাবে যুবতীকে 'গণধর্ষণ', যমুনা এক্সপ্রেসওয়েতে নারকীয় ঘটনা!
কলকাতা পুরসভা সূত্রের খবর, ৫০টিরও বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কোথাও রয়েছে হুক্কার প্রয়োজনীয় সামগ্রীর বিভিন্ন দোকান। যেখানে হুক্কা বা তার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়। অনেক ছোট দোকানের আড়ালে হুক্কায় সুখটানের সুযোগ রয়েছে বলে সূত্রের খবর। পুরসভার রেডারে রয়েছে বিভিন্ন ক্যাফে, বার থেকে রেঁস্তোরাও তালিকায় রয়েছে।
advertisement
advertisement
খুব শীঘ্রই কলকাতা পুরসভার আধিকারিকরা চিহ্নিত জায়গাগুলি ঘুরে দেখতে বেরোবেন।  পুরসভার লাইসেন্স বিভাগের আধিকারিকরা সেই রূপরেখা তৈরি করবেন। অফিস টাইমে তো হবেই,  প্রয়োজনে রাতেও অভিযান চালানো হতে পারে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে বেশ কিছু জায়গাতেই হুক্কায় যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা শরীরের পক্ষে ক্ষতিকর। বেশ কিছু জায়গায় মাদক মেশানোর অভিযোগও রয়েছে। এতেই আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম।
advertisement
. .
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
এই কারণেই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এর বিরুদ্ধে পুলিশকেও পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। তারপরেই শহরজুড়ে একাধিক জায়গায় পুলিস অভিযান চালিয়েছে। বন্ধ করা হয়েছে বেআইনি হুক্কা বার। এবার হুক্কা সামগ্রী বিক্রি করার জায়গাগুলিতে নজরদারি চালানো হয়। যে সমস্ত দোকানে হুক্কা চলছে কি না, তা দেখবে কলকাতা পুরসভা। কোনও বার, ক্যাফে কিংবা রেঁস্তোরায় সরকারি ঘোষণার পরেও যদি হুক্কা বন্ধ না হয় তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।
advertisement
পুরসভার নিয়ম অনুযায়ী, সেই অর্থে হুক্কা বার খুলতে কোন এনওসি বা লাইসেন্স লাগে না। বার কিংবা রেস্টুরেন্টের আবেদনপত্রে টোব্যাকো বা তামাকের জায়গায় হুক্কা খাওয়া হবে কি না, আবেদনকারী সেখানে তা উল্লেখ করে দেন। এবার থেকে আবেদনপত্রের সেই জায়গার উল্লেখ রাখা হচ্ছে না। পুরসভার খাতায় যে যে রেস্তোরাঁয় হুক্কা নথিভুক্ত, সেগুলিও বন্ধ করতে বলা হয়েছে। এবার নজরদারির জন্যই সারপ্রাইজ ভিজিট শুরু হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে হুক্কা বার এখনও চলছে? ৫০টির বেশি জায়গা চিহ্নিত করে হানা দিতে আসছে পুরসভা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement