স্বামী বিবেকানন্দকে ভারতীয় যুবসমাজের আইকন মনে করা হয়। তাই তাঁর জন্মদিনকেই যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই ১২ জানুয়ারি ৩৯ তম যুব দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। সেই উপলক্ষে সরকারি-বেসরকারি নানান উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। বেলুড় মঠেও প্রতি বছরের মতো এবারেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব ও মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে বিশাল শোভাযাত্রা করে বেলুড় মঠে এসে হাজির হন। এই বিশেষ দিন উপলক্ষে কলকাতার পাশাপাশি জেলা ও ভিন রাজ্য থেকেও রামকৃষ্ণ মিশনের বহু অনুগামী এদিন বেলুড়মঠে হাজির হন।
advertisement
আরও পড়ুন: ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের, পুরোদমে চলছে সরস্বতী মূর্তি তৈরির কাজ
স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের ভক্ত-অনুগামীরা এদিন বেলুড় মঠ প্রদক্ষিণ করে স্বামীজীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা থেকে বেলুড় মঠে শুরু হয় নানান অনুষ্ঠান। বৈদিক মন্ত্র উচ্চারণের পর উদ্বোধনী সঙ্গীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, স্বামী বিবেকানন্দর জীবন ও কাজ সম্পর্কে মতবিনিময়, যোগ-ব্যায়াম, চিত্র প্রদর্শনীর মতো নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এদিন দুপুরে বেলুড় মঠে আগত ভক্তদের মধ্যে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়।
যদিও বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী পরশু, অর্থাৎ শনিবার তাঁরা স্বামী বিবেকানন্দের ১৬১ তম আবির্ভাব তিথি উদযাপন করবেন। এই উপলক্ষে শনিবার ভোর থেকে নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ১২ জানুয়ারি সরকারি তরফে স্বামীজীর জন্মদিনকে যুব দিবসের মর্যাদা দেওয়াতেই এদিন বেলুড় মঠে বিশেষ অনুষ্ঠান রাখা হয় বলে জানিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। শনিবার কী কী অনুষ্ঠান আয়োজিত হবে তা সম্প্রতি সূচি প্রকাশ করে জানিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।
রাকেশ মাইতি