TRENDING:

Howrah News: অবলীলায় ৫০টি কবিতা আবৃত্তি! তাক লাগাচ্ছে ছ'বছরের তন্দ্রিতা

Last Updated:

অবলীলায় পঞ্চাশটি কবিতা করে তাক লাগিয়েছে উলুবেড়িয়ার খুদে। রবিঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কিংবা বিদ্রোহী কবির 'লিচুচোর', বা পল্লীকবি জসীমউদ্দিনের 'মামার বাড়ি'র মতো বড়ো কবিতা অবলীলায় আবৃত্তি করতে পারে ৬ বছর তন্দ্রিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : অবলীলায় পঞ্চাশটি কবিতা করে তাক লাগিয়েছে উলুবেড়িয়ার খুদে। রবিঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কিংবা বিদ্রোহী কবির 'লিচুচোর', বা পল্লীকবি জসীমউদ্দিনের 'মামার বাড়ি'র মতো বড়ো কবিতা অবলীলায় আবৃত্তি করতে পারে ৬ বছর তন্দ্রিতা। কবিতার প্রতি ছোটো থেকেই তার ভালোবাসা। মাত্র দু বছর বয়সে মায়ের কাছে একটু একটু করে কবিতা শেখা। সেই কবিতা বলেই এবার 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ নাম তুলল উলুবেড়িয়ার ছ'বছরের কন্যা তন্দ্রিতা মন্ডল।
advertisement

মাত্র ছ'বছর বয়সে ৫০ টি কবিতা আবৃত্তি করেই এই শিরোপা পেল উলুবেড়িয়ার লতীবপুরের তন্দ্রিতা। তন্দ্রিতার পরিবার সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫ টি কবিতার পাশাপাশি অন্যান্য কবির আরও ২৫ টি কবিতা সে আবৃত্তি করেছে। কবিতাগুলোর বেশিরভাগই বড়ো। কিন্তু মাত্র ছ'বছরেই অবলীলায় সে সমস্ত কবিতাগুলি আবৃত্তি করেছে। তন্দ্রিতার বাবা পলাশ মন্ডল পুলিশে কর্মরত। খুব ছোটো থেকেই মা'য়ের কাছে তন্দ্রিতার আবৃত্তিতে হাতেখড়ি।

advertisement

আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর জাঁকজমকেই গ্রামের নাম 'লক্ষ্মীগ্রাম'!

তন্দ্রিতার মা অর্পিতা মন্ডলের কথায়, ছোটো থেকেই মেয়ের কবিতার প্রতি খুব ঝোঁক।তন্দ্রিতারমা জানায় ছ'বছর বয়স থেকে আমার কাছে আবৃত্তি করে। রিতা মিত্রের কাছে বছরখানেক কবিতা শিখছে। বাড়িতেও নিয়মিত চর্চা করে। খুব ছোটো বেলাতেই ও বহু কবিতা রপ্ত করে ফেলেছে। তাই 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ গত জুলাই মাসে আবেদন জমা করেছিলাম।

advertisement

View More

আরও পড়ুনঃ নিরঞ্জনের পর নদীদূষণ ঠেকাতে পুরসভার উদ্যোগ

ওনাদের নির্দেশ মোতাবেক তন্দ্রিতার আবৃত্তি করা ৫০ টি কবিতা ভিডিও করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠিয়েছিলাম। কিছুদিন আগেই তা স্বীকৃতি পেয়েছে। সোমবারই ক্যুরিয়ার মারফত লতীবপুরের বাড়িতে সম্মান, শংসাপত্র এসে পৌঁছেছে। এহেন সম্মানে স্বভাবতই খুশি ছোট্ট তন্দ্রিতা। তবে এতেই থেমে থাকতে রাজি নয় খুদে আবৃত্তিকার। তার কথায়, আরও অনেক অনেক কবিতা বলতে চাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অবলীলায় ৫০টি কবিতা আবৃত্তি! তাক লাগাচ্ছে ছ'বছরের তন্দ্রিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল