মাত্র ছ'বছর বয়সে ৫০ টি কবিতা আবৃত্তি করেই এই শিরোপা পেল উলুবেড়িয়ার লতীবপুরের তন্দ্রিতা। তন্দ্রিতার পরিবার সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫ টি কবিতার পাশাপাশি অন্যান্য কবির আরও ২৫ টি কবিতা সে আবৃত্তি করেছে। কবিতাগুলোর বেশিরভাগই বড়ো। কিন্তু মাত্র ছ'বছরেই অবলীলায় সে সমস্ত কবিতাগুলি আবৃত্তি করেছে। তন্দ্রিতার বাবা পলাশ মন্ডল পুলিশে কর্মরত। খুব ছোটো থেকেই মা'য়ের কাছে তন্দ্রিতার আবৃত্তিতে হাতেখড়ি।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর জাঁকজমকেই গ্রামের নাম 'লক্ষ্মীগ্রাম'!
তন্দ্রিতার মা অর্পিতা মন্ডলের কথায়, ছোটো থেকেই মেয়ের কবিতার প্রতি খুব ঝোঁক।তন্দ্রিতারমা জানায় ছ'বছর বয়স থেকে আমার কাছে আবৃত্তি করে। রিতা মিত্রের কাছে বছরখানেক কবিতা শিখছে। বাড়িতেও নিয়মিত চর্চা করে। খুব ছোটো বেলাতেই ও বহু কবিতা রপ্ত করে ফেলেছে। তাই 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস'-এ গত জুলাই মাসে আবেদন জমা করেছিলাম।
আরও পড়ুনঃ নিরঞ্জনের পর নদীদূষণ ঠেকাতে পুরসভার উদ্যোগ
ওনাদের নির্দেশ মোতাবেক তন্দ্রিতার আবৃত্তি করা ৫০ টি কবিতা ভিডিও করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠিয়েছিলাম। কিছুদিন আগেই তা স্বীকৃতি পেয়েছে। সোমবারই ক্যুরিয়ার মারফত লতীবপুরের বাড়িতে সম্মান, শংসাপত্র এসে পৌঁছেছে। এহেন সম্মানে স্বভাবতই খুশি ছোট্ট তন্দ্রিতা। তবে এতেই থেমে থাকতে রাজি নয় খুদে আবৃত্তিকার। তার কথায়, আরও অনেক অনেক কবিতা বলতে চাই।
Rakesh Maity