আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
এখানে প্রায় সারা বছরই কমবেশি পর্যটক আসেন নিরিবিলি নিস্তব্ধতা এবং তিন নদীর সঙ্গমস্থল প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে। এই শীতের শুরুতে বা শীতকাল জুড়ে বেশি আসেন পর্যটকরা। এবার পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করতে হাওড়ার গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে নতুন সংযোজন সেল্ফিজোন। পর্যটন ইতিহাসে হাওড়ার শ্যামপুরের গাদিয়ারার মুকুটে এল নতুন পালক। প্রসঙ্গত শ্যামপুর-১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে শ্যামপুরের রূপনারায়ণের পারে গাদিয়ারায় তৈরি করা হয়েছে সেল্ফি জোন। ইতিমধ্যে উদ্বোধন হয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এই সেলফি জোন।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: শীত পড়তেই সস্তায় সবজি হলেও কমলালেবুর দাম আকাশছোঁয়া!
যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক, শ্যামপুর-১ নম্বর ব্লকের বিডিও, শ্যামপুরের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির অন্যান্য আধিকারিকরা। এদিকে শীতের মরসুমে শ্যামপুরের গাদিয়ারায় সেলফি জোন চালু হওয়ায় তা ওই অঞ্চলের পর্যটন শিল্পে যোগ করল এক নতুন মাত্রা। এদিকে সেলফি জোন চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি গাদিয়ারায় আসা পর্যটকরাও। প্রসঙ্গত গাদিয়ারার এই সেলফি জোন সরকারি উদ্যোগে জেলার প্রথম সেলফি জোন। এতে আরও বেশি করে পর্যটকদের আনন্দ দেবে, এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আষাঢ় আরো একটি দিক বলেই মনে করা হচ্ছে।
রাকেশ মাইতি