Jalpaiguri News: শীত পড়তেই সস্তায় সবজি হলেও কমলালেবুর দাম আকাশছোঁয়া!

Last Updated:

উত্তরবঙ্গে শীতের আমেজ সবেই পড়তে শুরু করেছে। জলপাইগুড়িতেও এর অন্যথা নেই। আর শীত মানেই নানান সব্জির পসরা। যদিও শীতের টাটকা সবজি বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সবজির বাজার গুলোতে। 

+
শীতকাল

শীতকাল মানে কমলালেবু

#জলপাইগুড়ি: উত্তরবঙ্গে শীতের আমেজ সবেই পড়তে শুরু করেছে। জলপাইগুড়িতেও এর অন্যথা নেই। আর শীত মানেই নানান সবজির পসরা। যদিও শীতের টাটকা সবজি বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সবজির বাজার গুলোতে। সবচেয়ে জনপ্রিয় সবজি ফুলকপি, কুড়ি থেকে পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সব শাক থেকে সবজির দামও বেশ কম। পালং শাক থেকে শুরু করে লাল শাক ,স্কোয়াস ,গাজর সব সবজির দামই সাধারণ মানুষের হাতের নাগালে।তাই এখন যারাই বাজার করতে আসছেন তারাই ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়ি যাচ্ছেন। বিক্রেতাদের কথা অনুযায়ী শাক - সবজি জলের দরে বিক্রি হচ্ছে!
তাই বিক্রি বেশ ভাল হচ্ছে, বাজারে ভিড়ও অনেকটাই বেশি । এক ক্রেতা জানান, অন্য সময়ের চেয়ে শীতকাল অল্পতেই বাজার ব্যাগ ভরে ওঠে। কারণ, সমস্ত জিনিসের দামই এখন সাধ্যের মধ্যে রয়েছে৷ সেই কারণে মানুষ হাত খুলে বাজার করছে।
advertisement
advertisement
 
অন্যদিকে, শীত পড়লে এখনও বাজারে ওঠেনি দাজিলিং-এর কমলা লেবু।তাই নাগপুরের কমলা খেয়েই কমলার স্বাদ মেটাচ্ছেন কমলালেবু প্রিয় মানুষরা। যদিও এখন কমলা লেবুর দাম আকাশছোঁয়া। এক বিক্রেতা বলেন, কমলাতে এবার সে অর্থে পোকা ধরেনি৷ তাই নষ্ট হবার সম্ভাবনাও অনেকটাই কম। সে কারণে আশা করাই যায় কমলার দাম ধীরে ধীরে কমে যাবে। এখন মাত্র ৪টি কমলার দাম ৬০ টাকা। আবার কিছু কিছু দোকানে দাজিলিং এর কমলা বিক্রি হচ্ছে। যেগুলির এক একটির দাম পঁচিশ টাকা। যা শুনে স্বাভাবিক ভাবেই চোখ কপালে উঠছে সাধারণ মানুষদের।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: শীত পড়তেই সস্তায় সবজি হলেও কমলালেবুর দাম আকাশছোঁয়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement