হাতে ফলের গাছ পেয়ে ভীষণ আনন্দিত অতিথিরা। অন্নপ্রাশন বাড়ির রিটার্ন গিফটে বাঁচবে পরিবেশ। সমাজ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকায় একাধিক সচেতন মূলক কর্মকাণ্ডের আয়োজন করেছেন বাপন বাবু। একজন সচেতন নাগরিক হিসাবে পরিচিতিও রয়েছে তাঁর। সারা বছর নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকেও রক্তদান ও সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত থাকেন।
advertisement
আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: শীত কমতেই বাড়ছে সর্দি-কাশি-জ্বরে ভুগছেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে অব্যর্থ এই ৫ উপায়!
নিজের ছেলের অন্নপ্রাশনেও পরিবেশ রক্ষার কর্মসূচি। অন্নপ্রাশনে আশা প্রায় ৬০০ অতিথিকে পাত পেড়ে খাওয়ানোর এলাহী আয়োজন তো ছিলই। এদিন দুপুরে ভোজ সেরে উঠতেই অতিথিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ফলের গাছ। এ প্রসঙ্গে উদ্যোক্তা বাপন হাজরা জানান,এই গাছ উপহার দেওয়ার মূল কারণ হল,পরিবেশের ভারসাম্য ফেরাতে গাছ উপহার।
রাকেশ মাইতি





