TRENDING:

Makar Sankranti 2026: পৌষ পার্বণ মানেই গ্রামবাংলার সোঁদা গন্ধ! পিঠেপুলির সঙ্গে ঘুড়ির উৎসবের যুগলবন্দি, হাওড়ার গ্রাম আজও মনে করায় পুরনো সে দিনের কথা

Last Updated:

Makar Sankranti 2026: শহুরে জীবনযাপনের মাঝে হাওড়ার গ্রামে পৌষ পার্বণে ফিরল পুরোনো দিনের স্মৃতি। নতুন ধানের চাল গুড়ো করে পিঠের প্রস্তুতি, দোকানে দোকানে রঙিন ঘুড়ির মেলা, সুতোয় মাঞ্জা দেওয়া। একদিকে ঘুড়ির উৎসব অন্যদিকে পিঠে পার্বণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: পুরনো ধাঁচেই হাওড়ায় পৌষ পার্বণ উৎসবে মেতে উঠল গ্রামের ৮-৮০ বয়সের মানুষ। বর্তমান সমাজ শহুরে জীবনযাপনে অভ্যস্ত হলেও এই উৎসবে ফেরে পুরনো দিন। এই উৎসবের কয়েকটা দিন হাওড়ার বিভিন্ন গ্রামে দেখা যায় পুরনো রীতি। একদিকে যেমন ভোর থেকে উঠে সংসারের কাজ সারা হয়। ভোর থেকে ছেলের দল হৈহৈ রব তোলে, আবার এই দিনেগুলোতে ভোর থেকে আগুনে হাত সেঁকা যেন উৎসবের অংশ হয়ে রয়েছে আজও। সব মিলিয়ে পৌষ পার্বণ গ্রামের মানুষকে এখানও মনে করিয়ে দেয় পুরনো সে দিনের কথা।
advertisement

মকর সংক্রান্তির আগের দিন এবং পরের দিন মিলিয়ে মোট তিন দিনের পৌষ পার্বণের উৎসব। উৎসব তিনদিনের হলেও, প্রস্তুতি হয় প্রায় এক মাস আগে থেকে। নতুন ধানের চাল গুড়ো করে পিঠের উপযুক্ত করা। এই উৎসব পরিবারের মা কাকিমাদের দারুণ কষ্টের। ভোর থেকে ওঠা আবার দুপুরের পর পিঠের ঝুলি নিয়ে উনুনের সামনে বসে পড়া। তবুও এই কষ্টের মধ্যে উৎসবের আনন্দ খুঁজে পায় সপরিবার।

advertisement

আরও পড়ুনঃ স্কুলের বাগানে আলু, পেঁয়াজ, বাঁধাকপি-সহ নানা সবজি! পড়ুয়াদের হাতে ফলানো টাটকা আনাজেই মিড-ডে মিল রান্না, কীটনাশক-মুক্ত ও স্বাস্থ্যকর

কয়েক দশক আগে পর্যন্ত গ্রাম জুড়ে ধানের চাষ হত। বর্তমানে চাষ না থাকলেও বাজার থেকে নতুন ধান ও চাল কিনে পুজোর আয়োজন হয়। সেই সঙ্গে নতুন চাল ভেঙে পিঠে তৈরি হয়। পুরনো রীতি মেনে প্রতি ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। একদিকে যেমন পৌষ পার্বণের প্রস্তুতিতে প্রায় একমাস আগে থেকে বড়রা মেতে ওঠেন। সেই সঙ্গে ছোটরাও ঘুড়ি ওড়ানোর এই উৎসবে মেতে উঠে। একসময় ছোটদের মধ্যে মাঞ্জা সুতো তৈরির রেওয়াজ ছিল। সেই রেওয়াজ বন্ধ হলেও কেনা সুতো এবং পছন্দমতো ঘুড়ি কিনতে দোকানে দোকানে উৎসবের কয়েকদিন আগে থেকেই ঢুঁ-মারতে দেখা যায় ছেলেদের।

advertisement

View More

আরও পড়ুনঃ নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা, খুদে সম্পূর্ণার জোড়া সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ

একদিকে ঘুড়ির উৎসব অন্যদিকে পিঠে পার্বণ। ছোট বড় সকল গ্রামবাসীর একটি আকর্ষণের উৎসব ‘পৌষ পার্বণ’ বা মকর সংক্রান্তির উৎসব। এই উৎসব আরও বেশি আনন্দের হয়ে ওঠে গ্রামের পুরনো রীতিতে। ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই উৎসবে মাটির নতুন বাসনপত্র ব্যবহার হয়ে আসছে আজও। সেই মতোই পৌষ পার্বণের দিন কয়েক আগে থেকেই কুমোররা মাটির বাসন নিয়ে গ্রামে হাজির হন। সে সময় প্রায় প্রতি  ঘরে গরু ছিল গৃহপালিত পশু। গরু না থাকলেও অধিকাংশ পরিবার পার্শ্ববর্তী গ্রাম থেকে গোবর সংগ্রহ করে আজও ঘরের আনাচ-কানাচ, উঠান সর্বত্র শুদ্ধ করে। নতুন ধান লক্ষ্মী রূপে পুজো হয় ঘরে ঘরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পৌষ পার্বণ মানেই গ্রামবাংলার সোঁদা গন্ধ! পিঠেপুলির সঙ্গে ঘুড়ির উৎসবের যুগলবন্দি
আরও দেখুন

পৌষ পার্বণ তিনদিনের উৎসব হলেও কয়েকদিন আগে থেকেই গ্রামের মানুষ প্রস্তুতির মধ্য দিয়ে উৎসবের জোয়ারে গা ভাসায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Makar Sankranti 2026: পৌষ পার্বণ মানেই গ্রামবাংলার সোঁদা গন্ধ! পিঠেপুলির সঙ্গে ঘুড়ির উৎসবের যুগলবন্দি, হাওড়ার গ্রাম আজও মনে করায় পুরনো সে দিনের কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল