Murshidabad News: নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা, খুদে সম্পূর্ণার জোড়া সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ

Last Updated:

Murshidabad News: ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত আন্তর্জাতিক যোগ ও নৃত্য প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে মুর্শিদাবাদের সম্পূর্না সেন। নৃত্যে প্রথম এবং যোগাতে তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে খুদে স্কুল ছাত্রী।

+
পদক

পদক হাতে খুদে ছাত্রী সম্পূর্না সেন

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: নৃত্যে প্রথম এবং যোগাতে তৃতীয়। তাক লাগিয়ে দিল খুদে স্কুল ছাত্রী। বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা ওড়ালেন সম্পূর্না সেন। গত ২৭ ডিসেম্বর ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত আন্তর্জাতিক যোগ ও নৃত্য প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে মুর্শিদাবাদের সম্পূর্না সেন।
মোট ১৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াই করে ওয়েস্টার্ন ড্যান্স বিভাগে ২০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে এই কৃতি কন্যা। শুধু নাচেই নয়, ৮টি দেশের প্রতিযোগীদের কড়া টক্কর দিয়ে যোগাসন বিভাগেও তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছে সে। একসঙ্গে জোড়া পদক জয় করতেই মুর্শিদাবাদ তথা বাংলার নাম উজ্বল করেছে খুদে ছাত্রী।
advertisement
আরও পড়ুনঃ খাঁ খাঁ করছে বারাসতের বইমেলা, স্মার্টফোনের আসক্তির জেরেই কি বই বিমুখ হচ্ছে সমাজ! উদ্বিগ্ন বিক্রেতা ও প্রকাশকরা
মুর্শিদাবাদ জেলার কান্দির মেয়ের সাফল্যে শহরজুড়ে এখন আনন্দের পরিবেশ। তাঁর এই অভাবনীয় কৃতিত্বকে সম্মান জানাতে ইতিমধ্যেই কান্দি শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছিল। যেখানে শহরবাসী তাঁদের গর্বের কন্যাকে উষ্ণ সংবর্ধনা জানায়। সম্পূর্না সেন জানিয়েছেন, নৃত্যের পাশাপাশি যোগাসন ছিল তার নেশা। আর সেই নেশাকেই সক্রিয় করে যোগাসনে আসে সাফল্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্পূর্না সেনের শিক্ষকরাও বেজায় খুশি। শিক্ষকদের কথায়, ‘আমরা আজকে গর্বিত মুর্শিদাবাদ থেকে গোটা বাংলার নাম উজ্বল করেছে।’ ছোট্ট শহরের খুদে ছাত্রী বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করে বাড়ি ফিরে এসেছে। পাশাপাশি খুশি পরিবারের সদস্যরাও। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘পড়াশুনোর পাশাপাশি নৃত্য ও যোগাসনে নিজের দক্ষতা অর্জন করে পদক জয় করে বাংলার নাম উজ্বল করাতে আমরাও আজ গর্বিত।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা, খুদে সম্পূর্ণার জোড়া সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement