Book Fair: খাঁ খাঁ করছে বারাসতের বইমেলা, স্মার্টফোনের আসক্তির জেরেই কি বই বিমুখ হচ্ছে সমাজ! উদ্বিগ্ন বিক্রেতা ও প্রকাশকরা

Last Updated:
Barasat Book Fair: বারাসতে শুরু হয়েছে বইমেলা। তবে উদ্বোধনের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আশানুরূপ ভিড় চোখে পড়ছে না বইমেলা প্রাঙ্গণে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বই বিক্রেতা ও প্রকাশকরা।
1/6
বইমেলায় ভিড় কম, স্মার্টফোনকেই দায়ী করছেন বিক্রেতারা। বারাসতে শুরু হয়েছে বইমেলা। তবে উদ্বোধনের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আশানুরূপ ভিড় চোখে পড়ছে না বইমেলা প্রাঙ্গণে। বিশেষ করে সন্ধ্যার পরেও যে চেনা উপচে পড়া ভিড় দেখা যেত, তা এবার অনেকটাই অনুপস্থিত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বই বিক্রেতা ও প্রকাশকরা (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
বইমেলায় ভিড় কম, স্মার্টফোনকেই দায়ী করছেন বিক্রেতারা। বারাসতে শুরু হয়েছে বইমেলা। তবে উদ্বোধনের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আশানুরূপ ভিড় চোখে পড়ছে না বইমেলা প্রাঙ্গণে। বিশেষ করে সন্ধ্যার পরেও যে চেনা উপচে পড়া ভিড় দেখা যেত, তা এবার অনেকটাই অনুপস্থিত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বই বিক্রেতা ও প্রকাশকরা। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/6
বইমেলায় ঘুরে দেখা যাচ্ছে, স্টলের সংখ্যা ও বইয়ের সম্ভার আগের মতো থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। শিশু সাহিত্য থেকে শুরু করে উপন্যাস, কবিতা, ইতিহাস কিংবা গবেষণাধর্মী বই- সব থাকলেও বিক্রি তেমন জমছে না বলেই দাবি বিক্রেতাদের। অনেক স্টলেই দীর্ঘ সময় ধরে বিক্রেতাদের বসে থাকতে দেখা যাচ্ছে ক্রেতার অপেক্ষায়।
বইমেলায় ঘুরে দেখা যাচ্ছে, স্টলের সংখ্যা ও বইয়ের সম্ভার আগের মতো থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। শিশু সাহিত্য থেকে শুরু করে উপন্যাস, কবিতা, ইতিহাস কিংবা গবেষণাধর্মী বই- সব থাকলেও বিক্রি তেমন জমছে না বলেই দাবি বিক্রেতাদের। অনেক স্টলেই দীর্ঘ সময় ধরে বিক্রেতাদের বসে থাকতে দেখা যাচ্ছে ক্রেতার অপেক্ষায়।
advertisement
3/6
বই বিক্রেতাদের একাংশের মতে, স্মার্টফোন এবং ডিজিটাল বিনোদনের প্রতি মানুষের বাড়তি আসক্তিই এর অন্যতম প্রধান কারণ। তাঁদের দাবি, এখন অবসর সময়ে বই পড়ার বদলে মানুষ বেশি ঝুঁকছেন মোবাইল ফোনে- সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমের দিকে। ফলে বই পড়ার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বইমেলায়। 
বই বিক্রেতাদের একাংশের মতে, স্মার্টফোন এবং ডিজিটাল বিনোদনের প্রতি মানুষের বাড়তি আসক্তিই এর অন্যতম প্রধান কারণ। তাঁদের দাবি, এখন অবসর সময়ে বই পড়ার বদলে মানুষ বেশি ঝুঁকছেন মোবাইল ফোনে- সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমের দিকে। ফলে বই পড়ার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বইমেলায়। 
advertisement
4/6
এদিকে কিছু প্রকাশকের মতে, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বই কেনার প্রবণতা বেড়েছে। বাড়িতে বসেই ছাড়ের দামে বই অর্ডার করার সুবিধা পাওয়ায় অনেকেই বইমেলায় আসার আগ্রহ দেখাচ্ছেন না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মানুষ বই কেনার ক্ষেত্রে কিছুটা সংযত হচ্ছেন বলেও মত তাঁদের
এদিকে কিছু প্রকাশকের মতে, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বই কেনার প্রবণতা বেড়েছে। বাড়িতে বসেই ছাড়ের দামে বই অর্ডার করার সুবিধা পাওয়ায় অনেকেই বইমেলায় আসার আগ্রহ দেখাচ্ছেন না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মানুষ বই কেনার ক্ষেত্রে কিছুটা সংযত হচ্ছেন বলেও মত তাঁদের।
advertisement
5/6
তবে আশার কথা, সপ্তাহান্তে এবং ছুটির দিনে কিছুটা হলেও ভিড় বাড়তে পারে বলে মনে করছেন আয়োজকরা। তাছাড়া বিভিন্ন দিন লেখক আড্ডা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক টানার চেষ্টা চলছে এই বই মেলায়। সব মিলিয়ে, বারাসত বইমেলা শুরু হলেও বইপ্রেমীদের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। 
তবে আশার কথা, সপ্তাহান্তে এবং ছুটির দিনে কিছুটা হলেও ভিড় বাড়তে পারে বলে মনে করছেন আয়োজকরা। তাছাড়া বিভিন্ন দিন লেখক আড্ডা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক টানার চেষ্টা চলছে এই বই মেলায়। সব মিলিয়ে, বারাসত বইমেলা শুরু হলেও বইপ্রেমীদের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। 
advertisement
6/6
প্রযুক্তিনির্ভর জীবনের মাঝেও বইয়ের প্রতি আগ্রহ কীভাবে ফেরানো যায়, সেই ভাবনাই এখন বিক্রেতা ও প্রকাশকদের প্রধান চিন্তার বিষয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
প্রযুক্তিনির্ভর জীবনের মাঝেও বইয়ের প্রতি আগ্রহ কীভাবে ফেরানো যায়, সেই ভাবনাই এখন বিক্রেতা ও প্রকাশকদের প্রধান চিন্তার বিষয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
advertisement
advertisement
advertisement