Book Fair: খাঁ খাঁ করছে বারাসতের বইমেলা, স্মার্টফোনের আসক্তির জেরেই কি বই বিমুখ হচ্ছে সমাজ! উদ্বিগ্ন বিক্রেতা ও প্রকাশকরা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Barasat Book Fair: বারাসতে শুরু হয়েছে বইমেলা। তবে উদ্বোধনের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আশানুরূপ ভিড় চোখে পড়ছে না বইমেলা প্রাঙ্গণে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বই বিক্রেতা ও প্রকাশকরা।
বইমেলায় ভিড় কম, স্মার্টফোনকেই দায়ী করছেন বিক্রেতারা। বারাসতে শুরু হয়েছে বইমেলা। তবে উদ্বোধনের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আশানুরূপ ভিড় চোখে পড়ছে না বইমেলা প্রাঙ্গণে। বিশেষ করে সন্ধ্যার পরেও যে চেনা উপচে পড়া ভিড় দেখা যেত, তা এবার অনেকটাই অনুপস্থিত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বই বিক্রেতা ও প্রকাশকরা। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
advertisement
বইমেলায় ঘুরে দেখা যাচ্ছে, স্টলের সংখ্যা ও বইয়ের সম্ভার আগের মতো থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। শিশু সাহিত্য থেকে শুরু করে উপন্যাস, কবিতা, ইতিহাস কিংবা গবেষণাধর্মী বই- সব থাকলেও বিক্রি তেমন জমছে না বলেই দাবি বিক্রেতাদের। অনেক স্টলেই দীর্ঘ সময় ধরে বিক্রেতাদের বসে থাকতে দেখা যাচ্ছে ক্রেতার অপেক্ষায়।
advertisement
বই বিক্রেতাদের একাংশের মতে, স্মার্টফোন এবং ডিজিটাল বিনোদনের প্রতি মানুষের বাড়তি আসক্তিই এর অন্যতম প্রধান কারণ। তাঁদের দাবি, এখন অবসর সময়ে বই পড়ার বদলে মানুষ বেশি ঝুঁকছেন মোবাইল ফোনে- সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমের দিকে। ফলে বই পড়ার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বইমেলায়।
advertisement
advertisement
advertisement








