Howrah News: হাড় কাঁপানো ঠান্ডায় মানবতার পরশ! হাওড়ার সৃষ্টিশ্রী মেলায় বিনা পয়সার পোশাকের স্টল, উষ্ণতায় কাটুক অসহায়দের শীত
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Srishtishree Mela 2026: হাওড়া সৃষ্টিশ্রী মেলায় মানবিকতার ছবি। মেলার মধ্যে একটি স্টল রয়েছে যেখানে কোনও বিক্রেতা নেই, আছে ৮ থেকে ৮০ বয়সের পুরুষ-মহিলার পোশাক, কম্বল চাদর আরও নানা সামগ্রী। যা বিনামূল্যে যে কেউ নিতে পারবেন।
advertisement
1/5

হাড় কাঁপানো শীতে শরীর উষ্ণ রাখছে বিনামূল্যের পোশাক। সৃষ্টিশ্রী মেলায় এবার আরও একটি মানবিকতার দিক। সমগ্র মেলা জুড়ে নানা স্টল রয়েছে। মেলার মধ্যে একটি স্টল রয়েছে যেখানে কোনও বিক্রেতা নেই। আছে কেবল নানা ধরনের পোশাক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এবার উলুবেড়িয়া বইমেলা থেকে সৃষ্টিশ্রী মেলায় অন্য ছবি। মেলায় হরেক রকম জিনিস, নানা মনমুগ্ধ অনুষ্ঠানের সঙ্গে এবার 'বিনা পয়সায় পোশাক সোকেশ'।
advertisement
3/5
এই শীতে অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ যেমন কার্যকরী তেমনই এই উদ্যোগ মেলায় আসা মানুষের নজর কেড়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
advertisement
4/5
মেলায় আসা মানে টাকা খরচ করে সখ পূরণ। কিন্তু উলুবেড়িয়া সৃষ্টিশ্রী মেলায় অন্য ছবি। বিনা পয়সাতেই পোশাক সংগ্রহ করছেন মানুষ। মেলার মধ্যে যত্নে রাখা হয়েছে ৮ থেকে ৮০ বয়সের পুরুষ-মহিলার পোশাক, কম্বল চাদর আরও নানা সামগ্রী।
advertisement
5/5
এ প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, 'মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সেই দায়িত্ববোধ থেকেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবহারযোগ্য পুরনো পোশাক কাউন্সিলরদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বহু মানুষ নিজে থেকে এগিয়ে এসে পোশাক তুলে দিয়েছেন।' (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাড় কাঁপানো ঠান্ডায় মানবতার পরশ! হাওড়ার সৃষ্টিশ্রী মেলায় বিনা পয়সার পোশাকের স্টল, উষ্ণতায় কাটুক অসহায়দের শীত