আরও পড়ুন: নবদ্বীপ থেকে উদ্ধার এক কুইন্টাল নিষিদ্ধ বাজি!
দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজ আমলে ১৯২৫ সালের ১৪ এপ্রিল অধ্যায়ন সম্মিলনী নাম নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই পাঠাগার। সেই থেকে নিজ গরিমায় এগিয়ে চলেছে। আগামী বছর ১০০ বছরে পদার্পণ করবে। তার সূচনা অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে গোটা পাঠাগারটি। বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার রেওয়াজ কমে গিয়েছে। স্মার্ট ফোনে বুঁদ নতুন প্রজন্ম পাঠাগারে এসে বই পড়ার অভ্যাস হারিয়েছে। বই বিমুখ এই বর্তমান প্রজন্মকে যাতে আবার পাঠাগারমুখী করা যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছে শতবর্ষের অনুষ্ঠানে।
advertisement
আর তাই পাঠাগারে চাকরি জীবনে সাহায্য করবে এমন বইয়ের সম্ভার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ কক্ষের শিল্পকলা যাতে মানুষকে আকৃষ্ট করে তার উদ্যোগও নিয়েছে পাঠাগার কমিটি। তবে একটা কথা বলতেই হবে, এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও পাঠাগারে নিয়মিত পাঠক ধরে রেখেছে অধ্যয়ন সম্মিলনী। প্রতিদিন ২৫-৩০ জন পাঠক আসেন এখানে। আবার কোনও দিন এই সংখ্যাও অতিক্রম করে যায়। আগামীতে এই পাঠাগারে আরও পাঠক আসুক, শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে এটাই চাওয়া সকলের।
রাকেশ মাইতি






